বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মামুনুল হকের মুক্তি দাবিতে খেলাফতের জাতীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন ও বিবর্তনবাদসহ বিতর্কিত শিক্ষা সংযোজনের প্রতিবাদে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল রাজধানীর গুলিস্তান পার্কে এই সমাবেশ হয়। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানানো হয়। দাবি আদায়ে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ও ১১ মার্চ ঢাকায় ওলামা সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামবিরোধী পাঠ্যপুস্তক চলতে পারে না। মাওলানা মামুনুল হকসহ শীর্ষ কয়েকজন আলেম প্রায় ২২ মাস ধরে কারাগারে বন্দি। একজন দাগি আসামির মতো হাতে হ্যান্ডকাফ, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুপ জ্যাকেট পরিয়ে কোমরে রশি বেঁধে আলেমদেরকে আদালতে আনা-নেওয়া অত্যন্ত বেদনাদায়ক। ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, আলেমদের দ্রুত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, বিতর্কিত শিক্ষাযুক্ত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ তৈরি, সীমান্ত হত্যা বন্ধসহ ১০ দফা তুলে ধরেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজীজ, মাওলানা আবুল হাসানাত জালালীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আবদুর রব ইউসুফী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, আবুল খায়ের, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর