বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

উপহারের গাড়ি আনতে হবিগঞ্জে হিরো আলম পথে গুনলেন জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

উপহারের গাড়ি আনতে হবিগঞ্জে হিরো আলম পথে গুনলেন জরিমানা

মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে মামলা খেয়েছেন হিরো আলম। পরে জরিমানা দিয়ে রেহাই পান। হবিগঞ্জের চুনারুঘাট থেকে উপহার পাওয়া গাড়ি আনতে গিয়ে গতকাল শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে এ জরিমানা দিয়েছেন হিরো আলম। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কে চুনারুঘাটে হিরো আলমকে বহনকারী প্রাইভেট কারটি নির্ধারিত গতির চেয়ে দ্রুত চলছিল। এ কারণে গতকাল দুপুর ২টার দিকে গাড়িটিকে নতুন ব্রিজের কাছে থামানো হয়। পরে এ ঘটনায় মামলা করে হাইওয়ে পুলিশ। হিরো আলম ২৫০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। হিরো আলম বলেন, ‘প্রাইভেট কারটি আমার চালক চালাচ্ছিলেন। ৮০ মাইল বেগে তখন গাড়িটি চলছিল। এ কারণে পুলিশ জরিমানা করেছে।’ জানা যায়, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান নিজের নোহা ব্র্যান্ডের গাড়িটি হিরো আলমকে উপহার দেন। গতকাল তিনি নিজের বাড়িতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন। হিরো আলম গাড়িটি তার নির্বাচনী এলাকার (বগুড়ার কাহালু-নন্দীগ্রাম) গরিব মানুষের চিকিৎসা সুবিধার জন্য অ্যাম্বুলেন্স হিসেবে দেওয়ার কথা জানান। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘সমাজের উপকার করাই আমার উদ্দেশ্য। তাই গাড়িটি আমি না নিয়ে সেবাদানের জন্য অ্যাম্বুলেন্স বানাব।’ সদ্য সম্পন্ন হওয়া উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনেও প্রার্থী হন। বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন এবং বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপুর কাছে হেরে যান তিনি। এই উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের শিক্ষক এম মুখলিছুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর