মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে মামলা খেয়েছেন হিরো আলম। পরে জরিমানা দিয়ে রেহাই পান। হবিগঞ্জের চুনারুঘাট থেকে উপহার পাওয়া গাড়ি আনতে গিয়ে গতকাল শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে এ জরিমানা দিয়েছেন হিরো আলম। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কে চুনারুঘাটে হিরো আলমকে বহনকারী প্রাইভেট কারটি নির্ধারিত গতির চেয়ে দ্রুত চলছিল। এ কারণে গতকাল দুপুর ২টার দিকে গাড়িটিকে নতুন ব্রিজের কাছে থামানো হয়। পরে এ ঘটনায় মামলা করে হাইওয়ে পুলিশ। হিরো আলম ২৫০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। হিরো আলম বলেন, ‘প্রাইভেট কারটি আমার চালক চালাচ্ছিলেন। ৮০ মাইল বেগে তখন গাড়িটি চলছিল। এ কারণে পুলিশ জরিমানা করেছে।’ জানা যায়, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান নিজের নোহা ব্র্যান্ডের গাড়িটি হিরো আলমকে উপহার দেন। গতকাল তিনি নিজের বাড়িতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন। হিরো আলম গাড়িটি তার নির্বাচনী এলাকার (বগুড়ার কাহালু-নন্দীগ্রাম) গরিব মানুষের চিকিৎসা সুবিধার জন্য অ্যাম্বুলেন্স হিসেবে দেওয়ার কথা জানান। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘সমাজের উপকার করাই আমার উদ্দেশ্য। তাই গাড়িটি আমি না নিয়ে সেবাদানের জন্য অ্যাম্বুলেন্স বানাব।’ সদ্য সম্পন্ন হওয়া উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনেও প্রার্থী হন। বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন এবং বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপুর কাছে হেরে যান তিনি। এই উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের শিক্ষক এম মুখলিছুর রহমান।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার