মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী কুস্তি তিতাসে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঐতিহ্যবাহী কুস্তি তিতাসে

কুমিল্লার তিতাসে সাড়ে ৩০০ বছর ধরে চলছে হযরত পীর শাহবাজ (রহ.)-এর ওরস। ওরস উপলক্ষে তিন দিনব্যাপী চলছে মেলা। এ মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী কুস্তি খেলা। এ কুস্তি খেলা দেখতে আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে। ৩০ বছর ধরে চলছে এ কুস্তি প্রতিযোগিতা। এবার ২ শতাধিক কুস্তিগীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ১৮ ফেব্রুয়ারি শুরু হয় মেলা। আজ ২১ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা। মেলা উপলক্ষে রবি ও সোমবার চলে এ কুস্তি প্রতিযোগিতা। নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনমূলক অনেক কিছু রয়েছে এ মেলায়। মেলায় কুস্তি খেলা ছাড়া প্রতিদিন বাউল গানের আসর বসে। মেলা উপলক্ষে হাজারো দোকানি ব্যবসা নিয়ে বসেছেন। রবিবার আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির। ইউপি চেয়ারম্যান নুর-নবীসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে গাজীপুর ও তার আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। জানা যায়, বাংলাদেশে হযরত শাহজালাল (রহ.) সফর সঙ্গী হিসেবে যে ৩৬০ আউলিয়া বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন পীর শাহবাজ (রহ.)। জনশ্রুতি রয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর নির্দেশে পীর শাহবাজ (রহ.) তিতাসের গাজীপুরে আসেন এবং ইসলাম প্রচার করেন। পরে কুস্তি খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষ খবর