শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

শিক্ষককে মারধর ভয়ে পালিয়ে গেল শিক্ষার্থীরা

রাজবাড়ী প্রতিনিধি

সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে আক্কাস আলী নামে এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষককে মারধরের সময় ভয়ে স্কুল থেকে পালিয়ে যায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আক্কাস আলী মিয়া বলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস ও তার কাছের দু-একজন শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না। এমনকি তারা ক্লাসও নেন না। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের উপস্থিতি না দেখে শিক্ষা অফিসারকে ফোন করেন একজন অভিভাবক। বিষয়টি নিয়ে আমাকে অভিযুক্ত করেন উপস্থিত না হওয়া শিক্ষকরা। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর করেন তারা। পরিস্থিতি খারাপ দেখে পুলিশের সহায়তা চাইলে পুলিশ আমাকে উদ্ধার করে। রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, সকালে একজন অভিভাবক আমাকে ফোন দিয়ে বলেন, বিদ্যালয়ে শিক্ষক নেই। এর কিছু সময় পর জানতে পারি শিক্ষককে মারধর করা হয়েছে। এ বিষয়য়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সর্বশেষ খবর