রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
পাল্টাপাল্টি অভিযোগ দুই দলের

বিএনপির দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন। সাম্প্রদায়িকতার ঠিকানা হচ্ছে বিএনপি। গতকাল বিকালে রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অর্থ পাচারকারী তারেক রহমান লন্ডনে আছে, বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরবে। দুর্নীতিতে বিএনপি পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল দেখতে মনে হয় ভদ্রলোক, আর অন্তরে বিষ। একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, সেরা মিথ্যাবাদীর নাম মির্জা ফখরুল। তিনি বলেন, মির্জা ফখরুলের দেশ পাকিস্তান নাকি ভালো ছিল। আজ পাকিস্তানের রিজার্ভ ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। পাকিস্তান আজ দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের চেয়ে সবদিক থেকে আমরা এগিয়ে আছি। বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে! ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না, ঢাকায় মেট্রোরেল হতো না, এক্সপ্রেসওয়ে হতো না। শেখ হাসিনা যদি চুরি করতেন তাহলে চট্টগ্রামে কর্ণফুলী টানেল হতো না। এক দিনে এক শ রাস্তা হতো না। শেখ হাসিনা চুরি করেননি, চুরি থেকে বাংলাদেশকে, ক্ষমতার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই দলের প্রধানসহ অনেকেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা বর্তমানে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। মায়া বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সাংবিধানিক কোনো বিকল্প পথ নেই। আসন্ন নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন বাংলাদেশকে পেছনে নেওয়ার, উন্নয়ন থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। দেশের শান্তি ফেরাতে তাদের (বিএনপি) দেশ থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বিদেশিদের কাছে বিএনপির দৌড়ঝাঁপ করে বা তাদের সঙ্গে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনো জনগণের দল ছিল না। এরা সব সময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধু সবচেয়ে ঘৃণা করতেন দুর্নীতিবাজদের। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সানজিদা খানম, হুমায়ুন কবির, নুরুল আমিন রুহুল, ডা. দিলীপ কুমার রায়, সাজেদা বেগম, মনিরুল ইসলাম মনু, মিরাজ হোসেন, গোলাম সরোয়ার কবির প্রমুখ।

বিএনপির ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ভাসানটেক মোড়ে ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ ও রাজাকারের উত্থান এই বাংলার যুবসমাজ, তরুণ সমাজ এবং এই প্রজন্ম রুখবেই রুখবে। আজকে বিএনপি যে ষড়যন্ত্র করছে- সেখানে তারা কোনোদিনই সফল হবে না। দেশের জনগণ তাদের রুখে দেবে। মতিয়া চৌধুরী বলেন, যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সঙ্গে শেখ হাসিনার চিন্তা চেতনা মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে আজকে স্মার্ট বাংলাদেশের স্লোগান সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, এস এম মান্নান কচি, কাদের খান, মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি প্রমুখ।

সর্বশেষ খবর