রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৩০০ বছরের জমিদারবাড়ি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

৩০০ বছরের জমিদারবাড়ি

বাংলায় প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজ শাসন আমল শুরু হয় ১৬৫৮ সালে। এ সময় তারা এক এক এলাকায় একজন করে জমিদার নিয়োগ দেন। তখন থেকেই কার্যত এদেশে মুসলিম শাসকদের অবসান ঘটিয়ে তারা হিন্দু শাসন ব্যবস্থা চালু করেন। এ ছাড়াও ইংরেজি শাসকরা এলাকাভিত্তিক জমিদার নিয়োগ করেন খাজনা আদায়সহ তাদের অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য। জনশ্রুতি রয়েছে ১৬৫৮ সালের কোনো এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জেমস হার্ট ঢাকায় আসেন। ওই সময়ই তাদের কার্যক্রমের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে জমিদার নিয়োগ দেন। ওই সময় তাদের নিয়োগপ্রাপ্ত জমিদাররা যে বাড়িতে থাকতেন সেই বাড়িকেই জমিদারবাড়ি বলা হয়। সেই বাড়িগুলো ছিল কারুকার্য খচিত সম্পূর্ণ দৃষ্টি নন্দন বাড়ি। যার একটি বাড়ি কালের বিবর্তনে বর্তমানে যৌবন হারিয়ে ঠায় দাঁড়িয়ে আছে কুমিল্লার দাউদকান্দির বটতলি হাসনাবাদ গ্রামে। এ বাড়ির সৌন্দর্য আগের মতো না থাকলেও এখনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে অনেকে দেখতে আসেন এখানে। আনুমানিক সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ে প্রায় সাড়ে তিন শ বছর আগে, স্থানীয় হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের পেইরার পেরি মোহন ভৌমিক বাড়িতেই জমিদারি প্রাসাদ নির্মাণ করা হয়।

বর্তমানে এ বাড়িতে রয়েছে একটি বিশাল পুকুর-পুকুরঘাট, রয়েছে গভীর কূপ। জমিদারি ভবনটি দৈর্ঘ্যে প্রায় ৫৫ ফুট এবং প্রস্থে ২৫ ফুট। সুসজ্জিত কারুকাজ খচিত সম্পূর্ণ ভিন্ন নকশায় নির্মাণ করা এ বাড়ি। কথিত আছে এর মূল ভবন, পুকুর, উঠানসহ সুবিশাল জায়গা নিয়ে নির্মিত হয়েছিল রাজবাড়িটি। কালের বিবর্তনে আজ বাড়িটির সিংহভাগই ধ্বংস হয়ে গেছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর