রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হোটেলে গলা কাটা লাশ তরুণীর

দুই কবজি ও গালে কোপের দাগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় নিরালা রেস্ট হাউসের ২০৯ নম্বর কক্ষের বাথরুমে পড়ে ছিল অজ্ঞাত (২০) তরুণীর ক্ষতবিক্ষত লাশ। গতকাল দুপুর ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিনের একটি টিম সেখানে গিয়ে আলামত সংগ্রহের চেষ্টা চালায়।

সিআইডি জানায়, আমরা যাওয়ার আগেই লাশ বাথরুম থেকে বের করে কক্ষের মেঝেতে রাখা হয়। এতে অনেক আলামত নষ্ট হয়ে যায়।

সিআইডির ওসি মো. ইউসুফ জানান, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। মেয়েটির বয়সও কম। হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই অপরাধী হত্যার সুযোগ নিয়েছে। তবে ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তারা কক্ষটি ভাড়া নেয়। ছেলেটির মুখে মাস্ক পরা ছিল। তবুও নিজেকে সিসি ক্যামেরা থেকে লুকাতে বারবার হাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করছিল। তিনি আরও জানান, আমরা ফরেনসিকের জন্য আলামত সংগ্রহ করেছি। ডিএনএ টেস্ট করার জন্য নমুনা পেয়েছি। তবে হোটেল রেজিস্টারে মেয়েটির নাম শাহিদা (২০) লিখলেও সানজিদা নাম দিয়ে সই করেছে মেয়েটি। তার আঙুলের ছাপ পরীক্ষার জন্য নমুনা নিলেও তা মিলেনি। কারণ তার বয়স ১৬ থেকে ১৭-এর মধ্যে। তাই এনআইডি কার্ডও হয়নি। পৈশাচিক কায়দায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জানিয়ে সিআইডির ওসি বলেন, প্রায় ১০ ইঞ্চির মতো জবাই করা হয়েছে। দুই হাতের কব্জিতেও প্রায় তিন ইঞ্চি করে কোপানো হয়েছে। এমনকি দুই গালেও দুটি করে কোপের দাগ আছে।

নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রেস্ট হাউসের ওই কক্ষটি পরিষ্কার করতে যান এক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিন দিন ধরেই কক্ষটি তালাবদ্ধ থাকায় গতকালও ওই কক্ষ পরিষ্কার করতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। বিষয়টিতে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। গত ১৪ মার্চ শাহিদা (২০) ও রাকিব (৩০) নাম ব্যবহার করে ওই কক্ষটি মুন্সীগঞ্জ সদরের সার্কিট হাউসের ঠিকানা উল্লেখ করে বুধবার চার দিনের জন্য কক্ষটি ভাড়া নেয় তারা।

ধারণা করা হচ্ছে, ওই রাতেই তরুণীকে গলা কেটে হত্যা করে পরদিন সকালে পালিয়ে যায় ওই যুবক। লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউস মালিক মো. মূসাকে আটক করা হয়েছে। আশা করছি, খুব দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লু পেয়েছি।

সর্বশেষ খবর