এ বছর প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পেয়েছে ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। ৭ মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে র্যাবের অন্য সদস্যের পাশাপাশি র্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজীব মিয়া পরিচালিত কুকুর ‘চিতা’ তিনজনের মৃতদেহের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এই বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত হয়েছে ‘চিতা’।