ছেলে ছাগল চুরি করেছে- এ অভিযোগ তুলে বাবা আঙ্গুর মিয়াকে (৫০) আটকে রেখে দিনভর নির্যাতন করেছেন ইউপি চেয়ারম্যান কাউছার রশিদ বিপ্লব। পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকাও দাবি করা হয়। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে। জানা গেছে, নির্যাতনের শিকার বাবা আঙ্গুর মিয়াকে গতকাল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার চরসাগরদী গ্রামের এক বাড়ি থেকে ছাগল চুরি হয়। এর জন্য অভিযুক্ত করা হয় আঙ্গুর মিয়ার ছেলে সাদিকুল ইসলামকে। এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তার খোঁজে বাড়িতে যান ইউপি চেয়ারম্যান কাউছার রশিদের লোকরা। তারা খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে ফিরে যান। পরে সকাল ১০টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে লোকজনসহ কাউছার চেয়ারম্যান আঙ্গুর মিয়ার বাড়িতে আসেন। ছেলেকে না পেয়ে তিনি আঙ্গুর মিয়া ও তার স্ত্রী রিমা আক্তারকে টেনেহিঁচড়ে অটোরিকশায় তুলে নিয়ে যান। দুজনকে ইউপি কার্যালয়ে নেওয়ার পর স্ত্রী রিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আটকে রাখা হয় আঙ্গুর মিয়াকে। তারপর চলতে থাকে নানামুখী নির্যাতন। একপর্যায়ে তাকে ছাড়ানোর জন্য পরিবারের লোকজন গেলে ইউপি চেয়ারম্যান কাউছার তাদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আঙ্গুর মিয়াকে চেয়ারম্যান কার্যালয়ে আটকে রেখে নির্যাতন চালানো হয়। রাত ২টার দিকে মুচলেকা আদায় করে চেয়ারম্যান তাকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেন। এ ব্যাপারে চেয়ারম্যান মো. কাউছার রশিদ বিপ্লব বলেন, আঙ্গুর মিয়ার ছেলে সাদিকুল আগে এলাকায় অনেক গরু ছাগল চুরি করেছে। আঙ্গুরের ছেলেকে বাড়িতে না পেয়ে লোকজন তাকে ধরে নিয়ে এসেছে। ছেলেকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করায় বাবাকে আটক করা হয়। তবে, তাকে মারধর করা হয়নি ও কোনো টাকাও চাওয়া হয়নি। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার