সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ডিজিটালাইজড ব্যবস্থা চাই

------- এ কে আজাদ

ডিজিটালাইজড ব্যবস্থা চাই

আসছে বাজেটে কর ব্যবস্থা ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, সরকারের চলমান মেগা প্রকল্প বাদে নতুন করে আর কোনো নতুন মেগা প্রকল্প গ্রহণ করা এই সময়ে উচিত হবে না। তবে নতুন নতুন প্রকল্প নিতে হবে। পাশাপাশি দেশে আইনের শাসন বা আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ আরও বলেন, জ্বালানি সংকট অর্থনৈতিক বিপর্যয় বাড়াবে। জ্বালানির জন্য শিল্পায়ন ব্যাহত হলে, অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। এসব বিষয়ে নজরদারি রাখতে হবে আসছে বাজেটে। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধি আমাদের বেসরকারি খাতকে বেশ প্রতিযোগিতার মুখোমুখি করেছে। এমতাবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস পেলে স্থানীয়ভাবে তা সমন্বয় করা প্রয়োজন। আমাদের মজুদকৃত গ্যাস দিয়ে আগামী পাঁচ বছর স্থানীয় চাহিদা মেটানো সম্ভব। তাই শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের উন্নয়ন এবং ম্যান-মেইড ফাইবারের ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ ছাড়া তিনি শিল্প খাতে সোলারের ব্যবহার বাড়াতে বিদ্যমান শুল্ক হ্রাসের ওপর জোরারোপ করেন।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর