রোজা পালনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ওয়াজিব এক ইবাদত। রমজানের শেষে সাধারণত আমরা এই ওয়াজিব ইবাদত আদায় করে থাকি। সমাজে ফিতরা নামে পরিচিত। আমাদের অনেকে ফিতরার মাসআলা, আদায়ের নিয়ম-পদ্ধতি জিজ্ঞাসা করে থাকেন। এই ফিতরা দ্বারা গরিব-মিসকিনদের প্রয়োজন পূরণ হয়। তারাও ধনীদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে পারেন। তাদের মুখে সুন্দর হাসি ফুটে ওঠে। তাই আজ সদকায়ে ফিতর ও তা আদায়ের নিয়ম-পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই সদকায়ে ফিতর ঈদুল ফিতর নামাজের আগে প্রদান করতে হয়। দীর্ঘ একটি মাস সিয়ামসাধনা আদায় করতে গিয়ে রোজাদারের যে সব ভুলত্রুটি হয়ে যায় তার পূর্ণতাও হয় এই সাদকায়ে ফিতরের মাধ্যমে। ঈদের দিন সকাল বেলা যিনি নিসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসায় পণ্য) মালিক হবেন, তার নিজের ও পরিবারের সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তার প্রতি ওয়াজিব। তবে কোনো ব্যক্তি যদি ঈদের আগে বা পরে আদায় করতে চান শরিয়তে তারও সুযোগ রয়েছে। সদকায়ে ফিতর সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেমন-১. হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, ‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সদকায়ে ফিতর আদায় করতাম “এক সা” (তিন কেজি তিন ’শ গ্রাম প্রায়) খাদ্যবস্তু।’ তিনি বলেন, ‘তখন আমাদের খাদ্য ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর’ (বুখারি : খ-: ১, ২০৪)। ২. তিনি আরও বলেন, ‘আমরা সদকায়ে ফিতর আদায় করতাম এক সা খাদ্যবস্তু, যেমন এক সা যব, এক সা খেজুর, এক সা পনির, এক সা কিশমিশ।’ (বুখারি : খ--১, ২০৫)। যেহেতু সদকায়ে ফিতর একটি বড় ইবাদত, তাই যাঁরা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন, তাঁদেরও ফিতরা আদায় করা সুন্নত ও নফল। ৩. হাদিসে আরও বর্ণিত আছে, হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন, তখন আমরা ছোট, বড়, মুক্ত, ক্রীতদাস সবার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতাম এক সা খাদ্য অর্থাৎ এক সা পনির বা এক সা যব বা এক সা খেজুর অথবা এক সা কিশমিশ দিয়ে। আমরা এভাবেই আদায় করতে ছিলাম।’ একবার হজরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রা.) হজ বা ওমরা উপলক্ষে মদিনায় এলেন, তিনি জনগণের উদ্দেশে মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তখন তিনি আলোচনা করলেন সে বিষয়ে, যে (ফিতরা) বিষয়ে মানুষ প্রশ্ন করেছে। তিনি বললেন, ‘আমি দেখছি শামের দুই মুদ (নিসফ সা বা পৌনে দুই কেজি) আটা সমান হয় (মূল্যমান হিসাবে) এক সা (তিন কেজি তিন শ গ্রাম) খেজুরের। অতঃপর মানুষ (সাহাবায়ে কিরাম ও তাবিয়িগণ) এই মতও গ্রহণ করলেন।’ (মুসলিম : খ- ১, : ৩১৭-৩১৮)। গম বা আটাও এক সা (তিন কেজি তিন শ গ্রাম) দেওয়া উত্তম। ৪. হজরত হাসান বসরি (রা.) বর্ণনা করেন, হজরত আলী (রা.) বললেন, ‘আল্লাহ যখন তোমাদের প্রাচুর্য দিয়েছেন তোমরাও উদার হও, গমও এক সা দাও।’ (নাসায়ি, খ-: ১, ২৬৮-২৭০)। এখন আমরা দেখব আইম্মায়ে আরবা’ তথা চার ইমামের সাদাকায়ে ফিতরের ব্যাপারে বক্তব্য কী? ১. হজরত ইমাম আজম আবু হানিফা (রহ.)-এর মতে, অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম; অর্থাৎ যা দ্বারা আদায় করলে গরিবদের বেশি উপকার হয়, সেটাই উত্তম ফিতরা। ২. হজরত ইমাম মালিক (রহ.)-এর মতে, খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম এবং খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত ‘আজওয়া’ খেজুর দ্বারাই আদায় করা উত্তম। ৩. হজরত ইমাম শাফিঈ (রহ.)-এর মতে, হাদিসে উল্লেখিত বস্তুর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সদকায়ে ফিতর আদায় করা উত্তম। ৪. হজরত ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)-এর মতে, সাহাবায়ে কিরাম (রা.)-এর অনুসরণ হিসেবে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম। এ ছাড়া সদকায়ে ফিতরের ক্ষেত্রে সব ফকিহদের ইত্তেফাক বা ঐকমত্য হলো, ‘যা গরিবদের জন্য বেশি উপকারী তা দ্বারা ফিতরা আদায় করা উত্তম।’ (আল মুগনি, খ-: ৪, ২১৯;। উল্লেখিত বস্তুগুলোর মূল্যে টাকায়ও আদায় করা যায় এবং অন্য কোনো বস্তু (যেমন পোশাক-আশাক, ঈদের বাজার প্রভৃতি) কিনেও দেওয়া যায়। উল্লেখিত আলোচনা থেকে সদকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে ফকির ও মিসকিনদের প্রতি লক্ষ্য রাখার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাই সাধ্য অনুযায়ী উত্তমটা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা উচিত। সদকায়ে ফিতরের আরও বিস্তারিত ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল আমরা স্থানীয় মুফতি সাহেবদের থেকে জেনে নিতে পারি। মহান রব্বে কারিম আমাদের যার যেমন সাধ্য আছে সে অনুযায়ী সঠিক নিয়মে সদকায়ে ফিতর আদায় করে উক্ত ওয়াজিব ইবাদত পালন করার তৌফিক দান করুন। আমিন।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
সদকায়ে ফিতর আদায়ের নিয়ম-পদ্ধতি
মুফতি আমজাদ হোসাইন হেলালী
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর