শিরোনাম
সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

দাবদাহ ও দূষণ কমায় গাছ

------ সৈয়দা রিজওয়ানা হাসান

দাবদাহ ও দূষণ কমায় গাছ

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের তাপমাত্রার চেয়ে আশপাশের জেলাগুলোর তাপমাত্রা ৩ ডিগ্রি কম থাকে। এর প্রধান কারণ সবুজায়নের মাত্রা কমে কংক্রিটের শহরে পরিণত হওয়া। একই সঙ্গে ঢাকা শহর বেশির ভাগ সময় দূষণের শীর্ষে থাকে। এ ছাড়া কয়েক দিন আগেও ঢাকা শহর দাবদাহের রেকর্ড ভেঙেছে, যার প্রধান কারণ সবুজায়ন কমে যাওয়া। এই সবুজায়ন কমে যাওয়ায় শারীরিক অসুস্থতাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে মানুষ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা করতে হলে সিটি করপোরেশনসহ দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে গণহারে গাছ লাগাতে হবে। রাস্তার পাশে, মিডিয়ামে, অফিস-আদালতের সামনে, খালপাড়ে, পার্ক ও মাঠসহ উন্মুক্ত স্থানে গাছ লাগাতে হবে। যত বেশি সবুজায়ন করা যাবে নগরবাসী দ্রুত দাবদাহ, দূষণ ও শারীরিক অসুস্থতা থেকে রেহাই পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর