ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের সেন্টমার্টিন, সাবরাং ও বাহাড়ছড়ায়। টেকনাফ উপজেলা তিন দিন বিদ্যুৎহীন। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে পড়েছে। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিনে ১ হাজার ২০০-এর বেশি ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের মাঝেরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার বেশির ভাগ কাঁচা ঘরবাড়ি মিশে গেছে মাটির সঙ্গে। শাহপরীর দ্বীপে প্রায় দুই হাজার বাড়িঘরের ক্ষতি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। এসব এলাকার মানুষদের মাথা গোঁজার ঠাঁই ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে। শাহপরীর দ্বীপের জামাল হোসেন বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ নেই। অনেকে পানি তুলতে পারছে না। মানুষ খুবই ভোগান্তিতে রয়েছে। আনোয়ারা বেগম বলেন, ছোট ঘরটি ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে পাঁচ সন্তান নিয়ে আছি। তিন দিন কলা, মুড়ি খেয়ে আছি। সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন বলেন, শাহপরীর দ্বীপে জালিয়াপাড়া জেলে পরিবারগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক ইউপি সদস্য হাবিব খান জানান, ‘বৃষ্টি হওয়ায় গৃহহীন পরিবারে দুর্ভোগ নেমে আসছে। আশ্রয় কেন্দ্রগুলোয় কয়েক হাজার মানুষ রাখা গেলেও সেখানে রান্না, গোসল, টয়লেটের ব্যবস্থা নাজুক। গৃহহীন পরিবারে রান্না খাবার সরবরাহ করার মতো এনজিও বা সংস্থা নেই।’