ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের সেন্টমার্টিন, সাবরাং ও বাহাড়ছড়ায়। টেকনাফ উপজেলা তিন দিন বিদ্যুৎহীন। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে পড়েছে। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিনে ১ হাজার ২০০-এর বেশি ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের মাঝেরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার বেশির ভাগ কাঁচা ঘরবাড়ি মিশে গেছে মাটির সঙ্গে। শাহপরীর দ্বীপে প্রায় দুই হাজার বাড়িঘরের ক্ষতি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। এসব এলাকার মানুষদের মাথা গোঁজার ঠাঁই ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে। শাহপরীর দ্বীপের জামাল হোসেন বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ নেই। অনেকে পানি তুলতে পারছে না। মানুষ খুবই ভোগান্তিতে রয়েছে। আনোয়ারা বেগম বলেন, ছোট ঘরটি ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে পাঁচ সন্তান নিয়ে আছি। তিন দিন কলা, মুড়ি খেয়ে আছি। সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন বলেন, শাহপরীর দ্বীপে জালিয়াপাড়া জেলে পরিবারগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক ইউপি সদস্য হাবিব খান জানান, ‘বৃষ্টি হওয়ায় গৃহহীন পরিবারে দুর্ভোগ নেমে আসছে। আশ্রয় কেন্দ্রগুলোয় কয়েক হাজার মানুষ রাখা গেলেও সেখানে রান্না, গোসল, টয়লেটের ব্যবস্থা নাজুক। গৃহহীন পরিবারে রান্না খাবার সরবরাহ করার মতো এনজিও বা সংস্থা নেই।’
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ঘূর্ণিঝড় মোখা
অনেক এলাকা এখনো বিদ্যুৎহীন পানি সংকট
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর