বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাকায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে আজ অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। ঢাকায় ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা অস্থায়ী দমকা হাওয়ায় বাড়তে পারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত। গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ১০৩ মিলিমিটার।

সর্বশেষ খবর