রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা আছে কেবল আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের। অন্য তিনজন এবারই প্রথম প্রার্থী হয়েছেন। রাজনীতির মাঠে অনেকটাই অপরিচিত তারা। তারপরও লিটনের ভয় সচেতন ভোটার। এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিজয়ী হচ্ছেন ধরে নিয়ে অনেক ভোটার ভোট কেন্দ্রে নাও যেতে পারেন। এতে ভোটার উপস্থিতি কমে যাবে। আবার লিটন বিজয়ী হলেও মোট ভোটের হারে সেটি সংখ্যায় কম হবে। এতে হেভিওয়েট প্রার্থী হিসেবে লিটনের জন্য জয়ের ভোট ব্যবধান কম হবে। যা দেশজুড়ে তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। তাই ১৪ দল চাচ্ছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে। সেই সঙ্গে যত বেশি ভোট লিটনের পক্ষে নিয়ে আসা যায়। ভোটের দিনটা অনেকটা অলস কাটান অভিজাত এলাকায় বসবাসকারীরা। বাসায় থাকলেও তারা ভোট কেন্দ্রে যান না। যার প্রভাব পড়ে মোট প্রদত্ত ভোটে। নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী বলেন, অভিজাত এলাকায় বসবাস করা সচেতন ভোটররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দেন, সেজন্য তারা উৎসাহিত করছেন। তিনি বলেন, ‘আমরা জানি কেন্দ্রে গেলে তারা নৌকায় ভোট দেবেন। কিন্তু অনেকে ভোট কেন্দ্রে যেতে চান না। আমরা এবার তাদের অনুরোধ করব, তারা যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা দেন।’ আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাসী। রাজশাহী মহানগরী ঘিরে আমি স্বপ্ন দেখি। আমি চাই রাজশাহী মহানগরীকে মডেল শহর করতে। আগামীতে আমার পরিকল্পনায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করার চিন্তা আছে। এ ছাড়া আগামীতে নির্বাচিত হলে আমি কর্মসংস্থানের ওপরে জোর দিতে চাই। এবার কর্মসংস্থান ও শিল্পায়ন হবে ইনশা আল্লাহ। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে ছোট ছোট কারখানা হবে। বড় ব্যবসা-বাণিজ্য ভারতের সঙ্গে হতে পারে। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে উভয় দেশের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। প্রথম পর্যায়ে ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর সুলতানগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত। এটি হলে ভারত থেকে বিভিন্ন মালামাল দেশে আসবে, আবার আমাদের দেশ থেকে বিভিন্ন মালামাল ভারতে যাবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। মানুষ এই উন্নয়ন এগিয়ে নিতে কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেবেন।’ শেষ পর্যন্ত রাজশাহীতে একটা উৎসবমুখর ভোট হবে বলে মনে করেন তিনি।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
ভোট জমছে সিলেট বরিশালে
ফাঁকা মাঠেও নানা শঙ্কা চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর