রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা আছে কেবল আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের। অন্য তিনজন এবারই প্রথম প্রার্থী হয়েছেন। রাজনীতির মাঠে অনেকটাই অপরিচিত তারা। তারপরও লিটনের ভয় সচেতন ভোটার। এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিজয়ী হচ্ছেন ধরে নিয়ে অনেক ভোটার ভোট কেন্দ্রে নাও যেতে পারেন। এতে ভোটার উপস্থিতি কমে যাবে। আবার লিটন বিজয়ী হলেও মোট ভোটের হারে সেটি সংখ্যায় কম হবে। এতে হেভিওয়েট প্রার্থী হিসেবে লিটনের জন্য জয়ের ভোট ব্যবধান কম হবে। যা দেশজুড়ে তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। তাই ১৪ দল চাচ্ছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে। সেই সঙ্গে যত বেশি ভোট লিটনের পক্ষে নিয়ে আসা যায়। ভোটের দিনটা অনেকটা অলস কাটান অভিজাত এলাকায় বসবাসকারীরা। বাসায় থাকলেও তারা ভোট কেন্দ্রে যান না। যার প্রভাব পড়ে মোট প্রদত্ত ভোটে। নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী বলেন, অভিজাত এলাকায় বসবাস করা সচেতন ভোটররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দেন, সেজন্য তারা উৎসাহিত করছেন। তিনি বলেন, ‘আমরা জানি কেন্দ্রে গেলে তারা নৌকায় ভোট দেবেন। কিন্তু অনেকে ভোট কেন্দ্রে যেতে চান না। আমরা এবার তাদের অনুরোধ করব, তারা যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা দেন।’ আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাসী। রাজশাহী মহানগরী ঘিরে আমি স্বপ্ন দেখি। আমি চাই রাজশাহী মহানগরীকে মডেল শহর করতে। আগামীতে আমার পরিকল্পনায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করার চিন্তা আছে। এ ছাড়া আগামীতে নির্বাচিত হলে আমি কর্মসংস্থানের ওপরে জোর দিতে চাই। এবার কর্মসংস্থান ও শিল্পায়ন হবে ইনশা আল্লাহ। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে ছোট ছোট কারখানা হবে। বড় ব্যবসা-বাণিজ্য ভারতের সঙ্গে হতে পারে। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে উভয় দেশের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। প্রথম পর্যায়ে ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর সুলতানগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত। এটি হলে ভারত থেকে বিভিন্ন মালামাল দেশে আসবে, আবার আমাদের দেশ থেকে বিভিন্ন মালামাল ভারতে যাবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। মানুষ এই উন্নয়ন এগিয়ে নিতে কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেবেন।’ শেষ পর্যন্ত রাজশাহীতে একটা উৎসবমুখর ভোট হবে বলে মনে করেন তিনি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল