বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-১৭ তে ব্যালটে ভোট জুলাইয়ে

চলতি সপ্তাহে তফসিল

নিজস্ব প্রতিবেদক

মধ্য জুলাইয়ে ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে এ নির্বাচন করতে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সূত্র জানিয়েছে, বিগত কমিশন সভায় এ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে এ উপনির্বাচন করবে ইসি। ভোট গ্রহণের তারিখ ১৭ জুলাই রাখা হতে পারে।

ইসির কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণা হতে ৪৫ দিন হাতে রেখেই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ-কালের মধ্যে এ নির্বাচনের তফসিল হতে পারে। ২১ জুন রাজশাহী-সিলেটে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সিটি নির্বাচন। তাই নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আগে দ্রুত এই আসনের উপনির্বাচন করতে চাই। সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলেও ঢাকার এ আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণের চিন্তা করছে। যেহেতু আগামী সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। তাই এ নির্বাচনের মাধ্যমে ব্যালট পেপারে ভোট গ্রহণের সমস্যা চিহ্নিত করতে চায় নির্বাচন কমিশন। ইতোমধ্যে ইসির সচিবালয়কে ব্যালট পেপারে ভোট গ্রহণের প্রস্তুতি নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী, কোনো সদস্যের আসন শূন্য হলে সংসদ সচিবালয়ের সচিব তা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশনকে অবহিত করেন, যাতে ইসি শূন্য পদটি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আসন শূন্য ঘোষণার গেজেট নোটিফিকেশন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে কোনো সংসদীয় আসন শূন্য হলে উপনির্বাচন করতে হয়। চলতি একাদশ সংসদের মেয়াদ আছে এখনো প্রায় আট মাস। এজন্য দ্রুত এ শূন্য আসনে নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। গত ১৭ মে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মৃত্যুবরণ করেন। ফলে একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন ওই তারিখে শূন্য হয়েছে।

 

 

সর্বশেষ খবর