শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০৭৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে। এর ফলে এখন থেকে প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম হচ্ছে ১৬১ টাকা কমে ১ হাজার ৭৪ টাকা। এর আগে এটি ১ হাজার ২৩৫ টাকায় বিক্রি হতো। একই সঙ্গে দাম কমেছে অটোগ্যাসের। প্রতি লিটার অটোগ্যাস এখন থেকে ৫০ টাকা ০৯ পয়সায় বিক্রি হবে। আগে এর দাম ছিল ৫৭ টাকা ৫২ পয়সা। গতকাল সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়। জানা যায়, ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। এটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, জুন মাসের জন্য সৌদি অ্যারামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৫০ মার্কিন ডলার এবং ৪৪০ মার্কিন ডলার করে ধরা হয়েছে।

গতকাল বিইআরসির হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

সর্বশেষ খবর