শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

তীব্র গরমে নাজেহাল মানুষ

হিটস্ট্রোকে আক্রান্ত বাড়ছে, আরও ৩-৪ দিন থাকতে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমে নাজেহাল মানুষ

তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরিফা বেগম (৪৫)। তার স্বামী সাইফুর রহমান বলেন, কাকরাইলের একটি স্কুলে মেয়ে পড়ে। মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে স্কুল মাঠেই আমার স্ত্রী অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিলে দেখা যায়, তার রক্তচাপ একদম নেমে গেছে। স্যালাইন দিলে রক্তচাপ কিছুটা বাড়ে। চিকিৎসকরা জানান, তীব্র গরমে তিনি হিটস্ট্রোক করেছেন। গতকাল তাকে বাসায় নিয়ে এসেছি কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে এবং কথা বলতে পারছেন না।  তীব্র দাবদাহে অসহনীয় গরমে অস্থির হয়ে পড়েছে জনজীবন। কাঠফাটা রোদে ত্রাহি ত্রাহি অবস্থা। আবহাওয়ার এই রূপ পরিবর্তনে জ্বর, কাশি, ডায়রিয়া, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পর্যাপ্ত পানি, স্যালাইন সেবন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন সংশ্লিষ্টরা। ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গরম এ বছর মাত্রা ছাড়াচ্ছে। খুব ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বাইরে দীর্ঘ সময় কাজ করেন এমন ব্যক্তি, মানসিক রোগী, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত মানুষ বেশি ঝুঁকির মধ্যে আছেন। পরিবেশের তাপমাত্রা বেশি বাড়লে শরীরে পানিশূন্যতা, হিট ক্রাম্প, অবসাদ, হিটস্ট্রোক ইত্যাদি সমস্যা হতে পারে।’ রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন মারিয়া নাজনীন। তিনি বলেন, তীব্র গরমে সকালে ধাক্কাধাক্কি করে বাসে করে অফিসে যেতে হয়। উত্তরা থেকে ফার্মগেটে যানজট ঠেলে যাওয়ার পর থেকে আমার তীব্র মাথাব্যথা শুরু হয়। গত এপ্রিল মাস থেকে মাথাব্যথা নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু বলেন, গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। গরমে ঘামের মাধ্যমে প্রচুর লবণ ও পানি হারায় আমাদের ত্বক। এই পানির ঘাটতি পূরণ না করলে পানিশূন্যতা হতে পারে। এ রকম পরিস্থিতিতে বারবার পানি পান করতে হবে। এ সময় শসা, লেবু-পানি, ডাব ইত্যাদি ফল বেশি বেশি খাওয়া উচিত। স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্কদের দিকে নজর রাখতে হবে।’

তীব্র গরমে নাজেহাল হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে টানারোদে মাঠে কাজ করা কৃষক ও দিনমজুর রিকশা চালকসহ কর্মজীবী মানুষের অবস্থা সবচেয়ে সঙ্গিন। তৃষ্ণায় প্রাণ যায় অবস্থা। এই তৃষ্ণার্ত মানুষকে সুপেয় পানি পান করানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন বরিশাল শাখার কর্মীরা। বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক আইটি অ্যান্ড মিডিয়া তামিম হোসেন বলেন, তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থাতেও যারা পেটের দায়ে রাস্তায় থাকেন, রিকশা চালান তাদের তৃষ্ণা মেটাতে আমাদের এই চেষ্টা। আমাদের টিমের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ফ্রি পানির বুথ তৈরি করা হয়েছে। শনিবার থেকে বরিশাল শহরে ৬টি পয়েন্টে নিরাপদ সুপেয় পানির বুথ চালু করা হবে। পানি পানের পর ব্যবহৃত কাপ সংগ্রহ করে আমরা গাছের চারা তৈরি করছি। সংগঠনের বর্ষপূর্তিতে আমরা শনিবার নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপণ করব। কারণ জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগানোর বিকল্প নেই।’

আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গতকাল বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা পাঁচ দিন চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।’

সর্বশেষ খবর