জুমার নামাজের আগে ও পরে জমজমাট নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা। দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আধুনিক বরিশাল বিনির্মাণের ও বর্ধিত এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তারা। আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত গতকাল নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন। মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নতুন বরিশাল বিনির্মাণে নৌকায় ভোট চান তিনি। সেরনিয়াবাত গণমাধ্যমকে বলেন, তিনি নির্বাচিত হলে নগরীর প্রধান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট উন্নয়নে পদক্ষেপ নেবেন। বর্ধিত এলাকার উন্নয়নেও কাজ করার কথা বলেন তিনি। জাতীয় পার্টি প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী বাজারে গণসংযোগ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, বরিশালে লাঙ্গল জয়ী হলে মানুষ একজন জনবান্ধব মেয়র পাবে। নির্বাচিত হতে পারলে বরিশালকে আইটির শহরে পরিণত করার পাশাপাশি কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। ভোলার গ্যাস বরিশাল সরবরাহ, বর্ধিত এলাকা এবং বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন ইকবাল হোসেন তাপস। তিনি ২২ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কের আল আকসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নগরীর চাঁদমারী এলাকায় গণসংযোগ করেন। তিনি সাংবাদিকদের বলেন, নগরীর বর্ধিত এলাকায় কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হতে পারলে ১০০ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। সড়ক সম্প্রসারণ, খাল খনন এবং বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। নগরীর কাশীপুর মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন নগরীর রূপাতলী হাউজিং জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি ওই এলাকায় গণসংযোগ করেন। রূপন গণমাধ্যমকে বলেন, তিনি নির্বাচিত হলে বর্ধিত এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেবেন। রাস্তাঘাট সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেবেন। বরিশালে শিল্পায়ন ত্বরান্বিত করে কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এবং স্বতন্ত্র দুই প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার ও আসাদুজ্জামান গতকাল সীমিত প্রচারণা চালিয়েছেন। বরিশাল সিটি নির্বাচনে ভোট ১২ জুন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল