পাবনার সুজানগরের এক সার ও কীটনাশক ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করেছে পরিবার। তিনি ৭ লাখ টাকাসহ অপহরণ হওয়ার অভিযোগ তুলছে পরিবার। নিখোঁজ ব্যবসায়ী সুজানগর উপজেলার বনকোলা দক্ষিণপাড়া গ্রামের মৃত খোরশেদ দারোগার ছেলে রবিউল আলম (৬৫)। প্রায় ১০ বছর ধরে তিনি বনকোলার মধ্যপাড়া নতুন বাজারে সার ও কীটনাশক ব্যবসা করছেন। তার দোকানের নাম অন্তু ট্রেডার্স। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় সুজানগর থানায় ডায়েরি করেছেন তার স্ত্রী রাশিদা খাতুন রিতা। রিতা জানান, মঙ্গলবার দুপুরে দোকানের উদ্দেশে বের হন তিনি। সিনজেনটা কোম্পানির কীটনাশক রিটেইলার ছিলেন তিনি। ৭ লাখ টাকা নিয়ে পাবনার সিনজেনটা কোম্পানির আঞ্চলিক অফিসে পাওনা টাকা দিতে যাবেন বলে বাড়ি থেকে বের হন। সেখানে পৌঁছে ফোন করে জানানোর কথা ছিল। এরপর বিকাল ৩টা ২৯ মিনিটে ফোনে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। তখন তিনি গাড়িতে ছিলেন। খুব জোরে গাড়িটি যাচ্ছিল বলে মনে হচ্ছিল। কোথায় আছেন জিজ্ঞেস করলে জানান রাস্তায়, কাছাকাছি আছেন। সঠিক জায়গার নাম বলেননি। এরপর ৫টা ১৬ মিনিটে তাকে আবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার খোঁজ পাচ্ছি না। ওই অফিসে আমার যোগাযোগ হলে উনারা জানান বিকাল ৩টা ৩৮ মিনিটে তাদের সঙ্গে কথা হয়েছিল। তারা জানান রবিউল বলেছিলেন চলে এসেছি প্রায়। তারপর থেকে তারাও তাকে ফোনে পায়নি। সিনজেনটা কোম্পানির আঞ্চলিক অফিসের মার্কেট ডেভেলপার (সুজানগর এরিয়া) তৌফিক হোসেন জানান, উনি আমাদের রিটেইলার। উনার কাছে ১৬ লাখ টাকা পাবে কোম্পানি। ওই দিন আমাদের হালখাতা ছিল। রবিউল সেখানেই আসছিলেন। যখন উনার সঙ্গে কথা হয় তখন উনি সিএনজিতে ছিলেন। প্রচুর বাতাসের শব্দে সব বোঝা না গেলেও উনি জানান, অল্পকিছু সময় লাগবে পৌঁছাতে। এরপর উনার আসতে বেশি দেরি দেখে ৪টা ৪৫ মিনিটে কল দেই। একবার কল ঢোকার পর ফোন বন্ধ পাই। এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি তার। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় গতকাল সকালে নিখোঁজের স্ত্রী রাশিদা খাতুন রিতা বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করেছেন। এখনো পর্যন্ত কোনো উৎস না পেলেও আমাদেও চেষ্টা অব্যাহত রয়েছে। সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম জানান, আমরা ফোন ট্রাক করে জেনেছি সর্বশেষ উনার অবস্থান ছিল পাবনার আতাইকুলাতে। আমরা চেষ্টা করছি ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার