আল-কায়েদার অনুসারী পাকিস্তানভিত্তিক সংগঠন তেহরিক-ই তালেবানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতালিতে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শুক্রবার ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনোভা শহর থেকে ফয়সাল রহমান নামে ২১ বছর বয়সী ওই তরুণকে আটক করা হয়। তার সঙ্গে জড়িত আরও দুই বাংলাদেশিকে খুঁজছে ইতালির পুলিশ। ইতোমধ্যে তাদের বাসায় তল্লাশিও চালানো হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ বিষয়ে জানতে চাইলে মিলানে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল তাইজুল ইসলাম বলেন, আমরা কূটনৈতিকভাবে বিষয়টি জানার চেষ্টা করছি। পরবর্তীতে কূটনৈতিক আইন অনুযায়ী কনস্যুলেট অফিস থেকে ব্যবস্থা নেওয়া হবে। অ্যান্টি মাফিয়া অ্যান্ড অ্যান্টি টেররিজম ডিরেকটরেটের কর্মকর্তাদের বরাতে এজেনিজয়া ইতালিয়ার খবরে বলা হয়, ইতালিতে রেসিডেন্স পারমিটের আবেদন করা ফয়সাল জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকায় দুই বছর ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একটি জাহাজ নির্মাণ কোম্পানির কারখানায় কাজ করতেন। জঙ্গি সন্দেহে ফয়সালের ওপর পুলিশের নজরদারি শুরু হয় সেই ২০২১ সালে, যখন তিনি নিজেকে ‘আল্লাহর সৈনিক’ ঘোষণা করে ‘আল-কায়দা লাভার’ লিখে ফেসবুকে পোস্ট দেন। তদন্তে ফয়সালের জঙ্গি সম্পৃক্ততার বেশকিছু প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সংবাদপত্রগুলো লিখেছে, ‘গ্রুপ অব টোয়েন্টি’ নামের একটি উগ্রবাদী ফেসবুক গ্রুপে যুক্ত ছিলেন ফয়সাল। ইতালির রেসিডেন্স পারমিট হাতে পেলে প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়ে তালেবান গ্রুপের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একে-৪৭ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র চালনা এবং লড়াইয়ের কৌশল শেখার জন্য ফয়সাল নিজ উদ্যোগে বিভিন্ন গ্রুপ থেকে অনলাইনে প্রশিক্ষণও নিচ্ছিলেন।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
ইতালিতে জঙ্গিবাদ অভিযোগে আটক বাংলাদেশি তরুণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর