আল-কায়েদার অনুসারী পাকিস্তানভিত্তিক সংগঠন তেহরিক-ই তালেবানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতালিতে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শুক্রবার ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনোভা শহর থেকে ফয়সাল রহমান নামে ২১ বছর বয়সী ওই তরুণকে আটক করা হয়। তার সঙ্গে জড়িত আরও দুই বাংলাদেশিকে খুঁজছে ইতালির পুলিশ। ইতোমধ্যে তাদের বাসায় তল্লাশিও চালানো হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ বিষয়ে জানতে চাইলে মিলানে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল তাইজুল ইসলাম বলেন, আমরা কূটনৈতিকভাবে বিষয়টি জানার চেষ্টা করছি। পরবর্তীতে কূটনৈতিক আইন অনুযায়ী কনস্যুলেট অফিস থেকে ব্যবস্থা নেওয়া হবে। অ্যান্টি মাফিয়া অ্যান্ড অ্যান্টি টেররিজম ডিরেকটরেটের কর্মকর্তাদের বরাতে এজেনিজয়া ইতালিয়ার খবরে বলা হয়, ইতালিতে রেসিডেন্স পারমিটের আবেদন করা ফয়সাল জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকায় দুই বছর ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একটি জাহাজ নির্মাণ কোম্পানির কারখানায় কাজ করতেন। জঙ্গি সন্দেহে ফয়সালের ওপর পুলিশের নজরদারি শুরু হয় সেই ২০২১ সালে, যখন তিনি নিজেকে ‘আল্লাহর সৈনিক’ ঘোষণা করে ‘আল-কায়দা লাভার’ লিখে ফেসবুকে পোস্ট দেন। তদন্তে ফয়সালের জঙ্গি সম্পৃক্ততার বেশকিছু প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সংবাদপত্রগুলো লিখেছে, ‘গ্রুপ অব টোয়েন্টি’ নামের একটি উগ্রবাদী ফেসবুক গ্রুপে যুক্ত ছিলেন ফয়সাল। ইতালির রেসিডেন্স পারমিট হাতে পেলে প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়ে তালেবান গ্রুপের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একে-৪৭ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র চালনা এবং লড়াইয়ের কৌশল শেখার জন্য ফয়সাল নিজ উদ্যোগে বিভিন্ন গ্রুপ থেকে অনলাইনে প্রশিক্ষণও নিচ্ছিলেন।
শিরোনাম
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি
- কক্সবাজারে ধর্ষণে বাধা দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা
- এবার রোমানিয়ায় ঢুকলো রাশিয়ার ড্রোন
- জনবল সংকটে আরডিএ'র প্রশিক্ষণ সেবা ব্যাহত
- টরন্টোতে শিশুদের নিয়ে কর্মশালা
- সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- ভোর থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- দুপুরের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষ, সেনাসহ নিহত ৬৪
- সূচকের বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন