আল-কায়েদার অনুসারী পাকিস্তানভিত্তিক সংগঠন তেহরিক-ই তালেবানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতালিতে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শুক্রবার ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনোভা শহর থেকে ফয়সাল রহমান নামে ২১ বছর বয়সী ওই তরুণকে আটক করা হয়। তার সঙ্গে জড়িত আরও দুই বাংলাদেশিকে খুঁজছে ইতালির পুলিশ। ইতোমধ্যে তাদের বাসায় তল্লাশিও চালানো হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ বিষয়ে জানতে চাইলে মিলানে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল তাইজুল ইসলাম বলেন, আমরা কূটনৈতিকভাবে বিষয়টি জানার চেষ্টা করছি। পরবর্তীতে কূটনৈতিক আইন অনুযায়ী কনস্যুলেট অফিস থেকে ব্যবস্থা নেওয়া হবে। অ্যান্টি মাফিয়া অ্যান্ড অ্যান্টি টেররিজম ডিরেকটরেটের কর্মকর্তাদের বরাতে এজেনিজয়া ইতালিয়ার খবরে বলা হয়, ইতালিতে রেসিডেন্স পারমিটের আবেদন করা ফয়সাল জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকায় দুই বছর ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একটি জাহাজ নির্মাণ কোম্পানির কারখানায় কাজ করতেন। জঙ্গি সন্দেহে ফয়সালের ওপর পুলিশের নজরদারি শুরু হয় সেই ২০২১ সালে, যখন তিনি নিজেকে ‘আল্লাহর সৈনিক’ ঘোষণা করে ‘আল-কায়দা লাভার’ লিখে ফেসবুকে পোস্ট দেন। তদন্তে ফয়সালের জঙ্গি সম্পৃক্ততার বেশকিছু প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সংবাদপত্রগুলো লিখেছে, ‘গ্রুপ অব টোয়েন্টি’ নামের একটি উগ্রবাদী ফেসবুক গ্রুপে যুক্ত ছিলেন ফয়সাল। ইতালির রেসিডেন্স পারমিট হাতে পেলে প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়ে তালেবান গ্রুপের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একে-৪৭ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র চালনা এবং লড়াইয়ের কৌশল শেখার জন্য ফয়সাল নিজ উদ্যোগে বিভিন্ন গ্রুপ থেকে অনলাইনে প্রশিক্ষণও নিচ্ছিলেন।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি