ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রকাশ করেছেন আদালত। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। সরকার এখন একটি প্রজ্ঞাপন জারি করে কোটার সংস্কার করতে পারে। অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা উচিত সরকারের। আর সব মিলিয়ে ২০ শতাংশের বেশি কোটা রাখা কোনোভাবেই উচিত হবে না। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ছিদ্দিকুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তো কোটা বাতিল চায়নি। তারা কোটা সংস্কার চেয়েছে। কোটা তো সংস্কার করাই উচিত। কোটা কমাতেই হবে আমাদের। সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে যদি ৫৬ শতাংশই কোটা রাখা হয় তাহলে সাধারণ মেধাবীদের ভাগ্যে আর কী রইল? আর মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ থাকা অনুচিত। এটা সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারে। ১০ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আর ১০ শতাংশ অন্য কোটা- সব মিলিয়ে চাকরিতে সর্বোচ্চ মোট ২০ শতাংশ কোটা থাকতে পারে, এর বেশি থাকা উচিত নয়। এ শিক্ষাবিদ বলেন, বিচার বিভাগের নির্দেশনা মেনে অনতিবিলম্বে কোটা সংস্কার বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা উচিত সরকারের। তাহলে চলমান পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় আন্দোলন করছে। এ আন্দোলন কাম্য নয়। ছাত্র আন্দোলনের কারণে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন এলাকায় দুর্যোগ নেমে এসেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর গুলি করার অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের ওপর কেউ অত্যাচার করুক, সেটিও চাই না। আমি চাই কোটা থাকুক কিন্তু সেটি কোনোভাবেই ২০ শতাংশের বেশি নয়। কারণ, কোটা সংস্কার দাবিতে দিনের পর দিন লেখাপড়া বিঘ্নিত হতে পারে না। অনতিবিলম্বে প্রজ্ঞাপন দিয়ে কোটা নিয়ে চলমান আন্দোলনের সমাধান হওয়া দরকার বলে মনে করি।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা উচিত
--- অধ্যাপক ছিদ্দিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর