ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রকাশ করেছেন আদালত। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। সরকার এখন একটি প্রজ্ঞাপন জারি করে কোটার সংস্কার করতে পারে। অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা উচিত সরকারের। আর সব মিলিয়ে ২০ শতাংশের বেশি কোটা রাখা কোনোভাবেই উচিত হবে না। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ছিদ্দিকুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তো কোটা বাতিল চায়নি। তারা কোটা সংস্কার চেয়েছে। কোটা তো সংস্কার করাই উচিত। কোটা কমাতেই হবে আমাদের। সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে যদি ৫৬ শতাংশই কোটা রাখা হয় তাহলে সাধারণ মেধাবীদের ভাগ্যে আর কী রইল? আর মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ থাকা অনুচিত। এটা সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারে। ১০ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আর ১০ শতাংশ অন্য কোটা- সব মিলিয়ে চাকরিতে সর্বোচ্চ মোট ২০ শতাংশ কোটা থাকতে পারে, এর বেশি থাকা উচিত নয়। এ শিক্ষাবিদ বলেন, বিচার বিভাগের নির্দেশনা মেনে অনতিবিলম্বে কোটা সংস্কার বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা উচিত সরকারের। তাহলে চলমান পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় আন্দোলন করছে। এ আন্দোলন কাম্য নয়। ছাত্র আন্দোলনের কারণে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন এলাকায় দুর্যোগ নেমে এসেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর গুলি করার অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের ওপর কেউ অত্যাচার করুক, সেটিও চাই না। আমি চাই কোটা থাকুক কিন্তু সেটি কোনোভাবেই ২০ শতাংশের বেশি নয়। কারণ, কোটা সংস্কার দাবিতে দিনের পর দিন লেখাপড়া বিঘ্নিত হতে পারে না। অনতিবিলম্বে প্রজ্ঞাপন দিয়ে কোটা নিয়ে চলমান আন্দোলনের সমাধান হওয়া দরকার বলে মনে করি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল