পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল সকালে কলকাতায় নিজ বাড়িতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য, মেয়ে সুচেতনা এবং বহু অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন। সকালে নাশতা করার পরই হঠাৎ অসুস্থতা বোধ করেন। ডাকা হয় তাঁর পারিবারিক চিকিৎসকদের। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাড়িতেই শেষ নিঃশ্বাস ছাড়েন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)-সিপিআইএম শাসনকালে কবি, সুবক্তা, সাহিত্যিক ও কলামিস্ট বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর মুখ্যমন্ত্রী হন। শারীরিক অসুস্থতার কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ওই পদে আসীন হন বুদ্ধদেব। পরে তিনি ২০০১ সালের ১৮ মে বিধানসভার নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি এবং ২০১১ সালের ১৩ মে পর্যন্ত টানা এক দশকের বেশি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব করেন। ২০১১ সালে বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মণীশ গুপ্তের কাছে পরাজিত হওয়ার পর থেকেই প্রত্যক্ষ রাজনীতি থেকে ক্রমশ দূরে সরতে থাকেন সিনিয়র এই বাম নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বাড়িতে যারা ছুটে যান তাদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআইএম রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম, বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। মুহাম্মদ সেলিম জানান, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মৃতদেহ মেডিকেল ছাত্রদের অধ্যয়নের সুবিধার্থে একটি হাসপাতালকে দেওয়া হবে। জনগণের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকালে তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে সিপিআইএমের রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। বিকালে আলিমুদ্দিন স্ট্রিট থেকে মৃতদেহ নিয়ে শোকযাত্রা বের হবে।’
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব আর নেই
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর