পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল সকালে কলকাতায় নিজ বাড়িতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য, মেয়ে সুচেতনা এবং বহু অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন। সকালে নাশতা করার পরই হঠাৎ অসুস্থতা বোধ করেন। ডাকা হয় তাঁর পারিবারিক চিকিৎসকদের। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাড়িতেই শেষ নিঃশ্বাস ছাড়েন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)-সিপিআইএম শাসনকালে কবি, সুবক্তা, সাহিত্যিক ও কলামিস্ট বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর মুখ্যমন্ত্রী হন। শারীরিক অসুস্থতার কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ওই পদে আসীন হন বুদ্ধদেব। পরে তিনি ২০০১ সালের ১৮ মে বিধানসভার নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি এবং ২০১১ সালের ১৩ মে পর্যন্ত টানা এক দশকের বেশি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব করেন। ২০১১ সালে বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মণীশ গুপ্তের কাছে পরাজিত হওয়ার পর থেকেই প্রত্যক্ষ রাজনীতি থেকে ক্রমশ দূরে সরতে থাকেন সিনিয়র এই বাম নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বাড়িতে যারা ছুটে যান তাদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআইএম রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম, বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। মুহাম্মদ সেলিম জানান, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মৃতদেহ মেডিকেল ছাত্রদের অধ্যয়নের সুবিধার্থে একটি হাসপাতালকে দেওয়া হবে। জনগণের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকালে তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে সিপিআইএমের রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। বিকালে আলিমুদ্দিন স্ট্রিট থেকে মৃতদেহ নিয়ে শোকযাত্রা বের হবে।’
শিরোনাম
- রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব আর নেই
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর