বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের এই মুহূর্তে প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি এও বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি- অস্থিতিশীল অবস্থায় (মিয়ানমারের বর্তমান অবস্থা) রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আরাকান আর্মিও যদি শক্তভাবে গেড়ে বসতে পারে, তখন হয়তো একটা স্থিতিশীলতা আসবে; তখন হয়তো সম্ভব হতে পারে। কারণ স্থানীয়ভাবে তাদের গ্রহণ করার মতো অবস্থান তৈরি করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন- আমার সঙ্গে যারাই কথাবার্তা বলতে আসেন, বলেছি- তাদের সমর্থনের প্রয়োজন হবে। যাতে আমরা এই মানুষগুলোকে ফেরত পাঠাতে পারি। তৃতীয় দেশে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একটা ছোট সংখ্যা। প্রতি বছর ২০ হাজার করে ১০ বছরে ২ লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র-এমন একটি আশা ছিল। এ ধরনের সম্ভাবনা এখনো রয়ে গেছে। এ ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি। তবে এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে। মোট আড়াই হাজারের মতো গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো। তিনি বলেন- সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন বিষয়টি স্পর্শকাতর।
এ বিষয়ে বলতে চাই না। এটা যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করা হবে।