বর্তমান অন্তর্বর্তী সরকার এলএনজি কিনতে উন্মুক্ত দরপত্রের দিকে এগোচ্ছে। এর আগে শেখ হাসিনা সরকারের সময় খোলাবাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনায় এক্সিলারেট এনার্জি, ভিটোল ও গানভরের মতো সংস্থাগুলোকে প্রাধান্য দেওয়া হতো। সে সময় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না কিনে প্রাইভেট টেন্ডারের মাধ্যমে এসব প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হতো। বর্তমানে এলএনজি সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে খরচ কমাতে শেল, আরামকো, গ্লেনকো ও বিপিসহ প্রায় দুই ডজন বহুজাতিক জ্বালানি কোম্পানিকে সরবরাহের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এ বিষয়ে রয়টার্সকে বলেন, স্পট মার্কেট বা খোলাবাজার থেকে এলএনজি কেনার আগে শেখ হাসিনার সরকার ভিটোল, গানভর ও এক্সিলারেট এনার্জিকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না কিনে প্রাইভেট টেন্ডারের মাধ্যমে করা হতো। গত আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার এখন এলএনজি কিনতে উন্মুক্ত দরপত্রের দিকে এগোচ্ছে। বাংলাদেশে ২০১৮ সালে প্রথম এলএনজি আমদানি শুরু হয়। ২০২৩ সালে বাংলাদেশ ৫২ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করেছে, যা আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি। জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে গ্যাসের উত্তোলন কমে যাওয়ায় বাংলাদেশের এলএনজি চাহিদা আরও বাড়তে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করে। এর বেশির ভাগই প্রয়োজন হয় বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির জন্য। বিশ্ববাজার থেকে কেনা এলএনজির অর্ধেকের বেশি সরকার থেকে সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে কেনা হয় কাতার ও ওমান থেকে। আর বাকিটা কেনা হয় স্পট মার্কেট বা খোলাবাজার থেকে। ফাওজুল কবির খান বলেন, এলএনজি সরবরাহের জন্য আরামকো, শেল, বিপির মতো জ্বালানি খাতের জায়ান্টরা আবেদন করেছে। উন্মুক্ত দরপত্রের এটাই সবচেয়ে বড় সুবিধা। আমরা আরও উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে আরও খরচ বাঁচাতে চাই। তিনি জানান, কী পরিমাণ অর্থ সাশ্রয় হবে সেটা রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) দেওয়া নতুন ক্রয়াদেশগুলোর ওপর নির্ভর করবে। তবে কবে নতুন অর্ডার দেওয়া হবে তা জানাননি জ্বালানি উপদেষ্টা। এর আগে নভেম্বরে স্পট ভিত্তিতে এলএনজি সরবরাহের জন্য আগ্রহী জ্বালানি কোম্পানিগুলোকে দরপত্র দেওয়ার আহ্বান জানায় আরপিজিসিএল। নতুন এসব কোম্পানির যে তালিকা করা হয়েছে তা দিয়ে আগের তালিকাটি পুনঃস্থাপিত হবে। আগের তালিকায় ২২টি সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল বলে রয়টার্সকে জানান পেট্রোবাংলার এক কর্মকর্তা। বাংলাদেশ বছরে প্রায় ১০০ কার্গো এলএনজি আমদানি করে, এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে কাতার ও ওমান থেকে ৫০টির বেশি কার্গো আনা হয়, বাকি চালানগুলো স্পট মার্কেটের বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করে বলে জানান ফাওজুল কবির খান।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
নতুন এলএনজি ক্রয়নীতি
অনুমোদন পেল শেল আরামকোসহ দুই ডজন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
৭ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম