বর্তমান অন্তর্বর্তী সরকার এলএনজি কিনতে উন্মুক্ত দরপত্রের দিকে এগোচ্ছে। এর আগে শেখ হাসিনা সরকারের সময় খোলাবাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনায় এক্সিলারেট এনার্জি, ভিটোল ও গানভরের মতো সংস্থাগুলোকে প্রাধান্য দেওয়া হতো। সে সময় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না কিনে প্রাইভেট টেন্ডারের মাধ্যমে এসব প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হতো। বর্তমানে এলএনজি সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে খরচ কমাতে শেল, আরামকো, গ্লেনকো ও বিপিসহ প্রায় দুই ডজন বহুজাতিক জ্বালানি কোম্পানিকে সরবরাহের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এ বিষয়ে রয়টার্সকে বলেন, স্পট মার্কেট বা খোলাবাজার থেকে এলএনজি কেনার আগে শেখ হাসিনার সরকার ভিটোল, গানভর ও এক্সিলারেট এনার্জিকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না কিনে প্রাইভেট টেন্ডারের মাধ্যমে করা হতো। গত আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার এখন এলএনজি কিনতে উন্মুক্ত দরপত্রের দিকে এগোচ্ছে। বাংলাদেশে ২০১৮ সালে প্রথম এলএনজি আমদানি শুরু হয়। ২০২৩ সালে বাংলাদেশ ৫২ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করেছে, যা আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি। জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে গ্যাসের উত্তোলন কমে যাওয়ায় বাংলাদেশের এলএনজি চাহিদা আরও বাড়তে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করে। এর বেশির ভাগই প্রয়োজন হয় বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির জন্য। বিশ্ববাজার থেকে কেনা এলএনজির অর্ধেকের বেশি সরকার থেকে সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে কেনা হয় কাতার ও ওমান থেকে। আর বাকিটা কেনা হয় স্পট মার্কেট বা খোলাবাজার থেকে। ফাওজুল কবির খান বলেন, এলএনজি সরবরাহের জন্য আরামকো, শেল, বিপির মতো জ্বালানি খাতের জায়ান্টরা আবেদন করেছে। উন্মুক্ত দরপত্রের এটাই সবচেয়ে বড় সুবিধা। আমরা আরও উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে আরও খরচ বাঁচাতে চাই। তিনি জানান, কী পরিমাণ অর্থ সাশ্রয় হবে সেটা রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) দেওয়া নতুন ক্রয়াদেশগুলোর ওপর নির্ভর করবে। তবে কবে নতুন অর্ডার দেওয়া হবে তা জানাননি জ্বালানি উপদেষ্টা। এর আগে নভেম্বরে স্পট ভিত্তিতে এলএনজি সরবরাহের জন্য আগ্রহী জ্বালানি কোম্পানিগুলোকে দরপত্র দেওয়ার আহ্বান জানায় আরপিজিসিএল। নতুন এসব কোম্পানির যে তালিকা করা হয়েছে তা দিয়ে আগের তালিকাটি পুনঃস্থাপিত হবে। আগের তালিকায় ২২টি সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল বলে রয়টার্সকে জানান পেট্রোবাংলার এক কর্মকর্তা। বাংলাদেশ বছরে প্রায় ১০০ কার্গো এলএনজি আমদানি করে, এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে কাতার ও ওমান থেকে ৫০টির বেশি কার্গো আনা হয়, বাকি চালানগুলো স্পট মার্কেটের বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করে বলে জানান ফাওজুল কবির খান।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
নতুন এলএনজি ক্রয়নীতি
অনুমোদন পেল শেল আরামকোসহ দুই ডজন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর