ফেনী শহরের দাউদপুর ব্রিজের পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরনো ‘বট কড়ই গাছ’। শহরের প্রবেশমুখ হওয়ায় বিশালাকৃতির এ গাছটি যে-কারও নজর কাড়ে। জনশ্রুতি রয়েছে, এ গাছের নিচে বসেই কবিতা লিখেছেন বাংলা সাহিত্যের প্রাক-রবীন্দ্রযুগের অন্যতম উল্লেখ্যযোগ্য কবি নবীনচন্দ্র সেন। ধারণা করা হয়, ১৫৪০ থেকে ১৫৪৫ সালের মধ্যে শের শাহ সুরি ‘সড়ক-এ-আজম’ নামে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করেন। ওই সময়ে দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাধ্যমে যাতায়াত করত। তাদের বিশ্রামের জন্যই এ সড়কে বেশ কিছু গাছ রোপণ করা হয়। কালক্রমে সব গাছ মারা গেলেও ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বট কড়ই গাছটি। প্রতি সন্ধ্যায় এ গাছে হরেকরকম পাখির কলরবে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশ সৌন্দর্যবর্ধন ও পরিচর্যা করা হলে ক্ষতি থেকে গাছটি রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। শহরের উকিলপাড়ার বাসিন্দা এখলাছ উদ্দিন বলেন, ‘জন্মের পর থেকেই গাছটি আমরা এভাবে দেখে আসছি। বাবার বাবাও এ গাছটি দেখেছিলেন। এ গাছটি সম্পর্কে দাদা-নানারা অনেক কিচ্ছাকাহিনি শোনাতেন আমাদের।’ বয়োবৃদ্ধ করিম মিয়া বলেন, ‘গাছটির নিচে একসময় দূরদূরান্তের ভ্রমণার্থীরা রাতযাপন করত, বিশ্রাম নিত। আশপাশের অভিজাতরা বিশ্রামার্থীদের আদর-আপ্যায়নের আয়োজন করত।’ সাংবাদিক জসিম ফরায়েজী বলেন, ‘ইতিহাসের নীরব সাক্ষী কড়ই গাছটি পরগাছায় ছেয়ে গেছে। অযতেœ ক্ষতির সম্মুখীন হচ্ছে ডালপালা। আগাছা দ্রুত পরিষ্কার করা না হলে কালের সাক্ষী এ গাছটি হারিয়ে যাবে। সঠিক পরিচর্যা ও পদক্ষেপ হাতে না নিলে নতুন প্রজন্ম এ বৃক্ষের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারাবে।’
শিরোনাম
- যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ
- ‘ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’
- আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’
- ‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’
- স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুকের ঠাঁই হলো সাফারি পার্কে
- ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ
- ‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’
- ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : শিক্ষার্থীদের কাউন্সিলিং সেবা দেবে ইউজিসি ও ইউনেস্কো
- হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে
- ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর
- ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- শেখ হেলালের পিএস সোহেল চার দিনের রিমান্ডে
- আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
- শিশুধর্ষণের অভিযোগ, ২০ হাজার টাকায় আপস-মীমাংসার চেষ্টা ইউপি সদস্যের
- দিনাজপুরের ‘স্বপ্নপুরী’ থেকে ৪৮ বন্যপ্রাণী উদ্ধার
- বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই
- যে কারণে ১৮০ সন্তানের সেই বাবাকে সতর্ক করলেন আদালত
- ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:০৭, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
৪০০ বছরের গাছের অজানা কাহিনি
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর