ফেনী শহরের দাউদপুর ব্রিজের পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরনো ‘বট কড়ই গাছ’। শহরের প্রবেশমুখ হওয়ায় বিশালাকৃতির এ গাছটি যে-কারও নজর কাড়ে। জনশ্রুতি রয়েছে, এ গাছের নিচে বসেই কবিতা লিখেছেন বাংলা সাহিত্যের প্রাক-রবীন্দ্রযুগের অন্যতম উল্লেখ্যযোগ্য কবি নবীনচন্দ্র সেন। ধারণা করা হয়, ১৫৪০ থেকে ১৫৪৫ সালের মধ্যে শের শাহ সুরি ‘সড়ক-এ-আজম’ নামে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করেন। ওই সময়ে দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাধ্যমে যাতায়াত করত। তাদের বিশ্রামের জন্যই এ সড়কে বেশ কিছু গাছ রোপণ করা হয়। কালক্রমে সব গাছ মারা গেলেও ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বট কড়ই গাছটি। প্রতি সন্ধ্যায় এ গাছে হরেকরকম পাখির কলরবে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশ সৌন্দর্যবর্ধন ও পরিচর্যা করা হলে ক্ষতি থেকে গাছটি রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। শহরের উকিলপাড়ার বাসিন্দা এখলাছ উদ্দিন বলেন, ‘জন্মের পর থেকেই গাছটি আমরা এভাবে দেখে আসছি। বাবার বাবাও এ গাছটি দেখেছিলেন। এ গাছটি সম্পর্কে দাদা-নানারা অনেক কিচ্ছাকাহিনি শোনাতেন আমাদের।’ বয়োবৃদ্ধ করিম মিয়া বলেন, ‘গাছটির নিচে একসময় দূরদূরান্তের ভ্রমণার্থীরা রাতযাপন করত, বিশ্রাম নিত। আশপাশের অভিজাতরা বিশ্রামার্থীদের আদর-আপ্যায়নের আয়োজন করত।’ সাংবাদিক জসিম ফরায়েজী বলেন, ‘ইতিহাসের নীরব সাক্ষী কড়ই গাছটি পরগাছায় ছেয়ে গেছে। অযতেœ ক্ষতির সম্মুখীন হচ্ছে ডালপালা। আগাছা দ্রুত পরিষ্কার করা না হলে কালের সাক্ষী এ গাছটি হারিয়ে যাবে। সঠিক পরিচর্যা ও পদক্ষেপ হাতে না নিলে নতুন প্রজন্ম এ বৃক্ষের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারাবে।’
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:০৭, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
৪০০ বছরের গাছের অজানা কাহিনি
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর