চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে আমানতের প্রবৃদ্ধির গতি কমে গেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় আমানতের গতি শ্লথ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি নেমে এসেছে ৭ দশমিক ৮৮ শতাংশে, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ সময়ে মোট আমানতের পরিমাণ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ১৭ লাখ ৮৯ হাজার টাকা এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ১৬ লাখ ৬৯ হাজার কোটি টাকা। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আমানত প্রবৃদ্ধি ৭ দশমিক ০২ শতাংশে নেমে এসেছিল। এরপর সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী ছিল। তবে গত ফেব্রুয়ারি মাসে প্রবৃদ্ধির এই ধারা ব্যাহত হয়েছে। এর জন্য বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতিকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় ব্যাংকিং খাতে আমানতের হারও কমে গেছে। ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ এবং গত কয়েক বছরের মধ্যে এটি অন্যতম সর্বনিম্ন। আমানতকারীদের আস্থা ফেরাতে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটি ব্যাংকে অনিয়মের কারণে ব্যাংক খাতের প্রতি গ্রাহকের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং তা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক ও অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এসব পদক্ষেপের লক্ষ্য করপোরেট সুশাসন নিশ্চিত করে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আস্থা পুরোপুরি ফিরে আসতে আরও সময় লাগবে। এ বিষয়ে বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা ব্যয় বাড়ছে। ফলে ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয়ের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের মধ্যে ব্যাংকের বাইরে হাতে টাকা রাখার প্রবণতা এখনো বিদ্যমান, যা আমানতের নিম্নমুখী প্রবৃদ্ধির আরেকটি কারণ। তবে ব্যাংক ব্যবস্থার বাইরে টাকার পরিমাণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে ব্যাংক ব্যবস্থার বাইরে অর্থাৎ মানুষের হাতে থাকা মোট টাকার পরিমাণ ২ লাখ ৭১ হাজার কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ২ লাখ ৭৪ হাজার টাকা। এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৫ কোটি টাকা। তবে ঈদুল আজহার মতো একটি বড় উৎসব সামনে থাকায় মে মাসে আবারও ব্যাংক ব্যবস্থার বাইরে টাকা বাড়তে পারে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
শিরোনাম
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
প্রকাশ:
০০:০০, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আপডেট:
০০:১১, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
কমেছে ঋণ ও আমানত
উচ্চ মূল্যস্ফীতি
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর