চট্টগ্রামে ঈদ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে রেলওয়ের টিকিট কালোবাজারিরা। ঈদে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে চক্রটি। এ চক্রের সঙ্গে রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মীরা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে টিকিট চেকার, টিটিও, আউটসোর্সিং ও আরএনবির সদস্যরা জড়িত। এ ছাড়াও রেয়াজুদ্দিন বাজার, স্টেশন রোডের বেশ কয়েকটি চক্র মূলত এ টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তবে সংশ্লিষ্টরা বলছেন, টিকিট কালোবাজারির সঙ্গে রেলওয়ে সংশ্লিষ্ট কেউ জড়িত নেই। যাত্রীরা নিজের এনআইডি দিয়ে টিকিট সংগ্রহ করছেন। ফলে এখানে কালোবাজারি চক্রের হাতে টিকিট যাওয়ার সুযোগ নেই। অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ সময় এসব টিকিট হাওয়া হয়ে যায়। ফলে অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেও পারেন না। আবার অনেককে রেলওয়ে স্টেশনে এসেও খালি হাতে ফিরতে হয়। মূলত অ্যাপসে করা যাত্রীদের আইডি ব্যবহার করে বুকিং সহকারীরা নিজেদের ইচ্ছামতো অনলাইনে টিকিট হাতিয়ে নিচ্ছে। আর এসব টিকিট চলে যায় কালোবাজারি চক্রের সদস্যদের কাছে। যার ফলে অনলাইনে টিকিট পাওয়া যায় না। গত ২৮ মে ঈদ উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। এ সময় টিকিট কালোবাজারি, যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনাসহ নানা অনিয়মের প্রমাণ পায় তারা। দুদক জানায়, সংস্থার সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশে টিকিট কালোবাজারে জড়িত। অভিযানে এ চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম। এ ছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিন পরিদর্শন করে দুদক টিম। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তা-ও অতিরিক্ত অর্থের বিনিময়ে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম জেনারেল চৌকির ইনচার্জ আমান উল্লাহ বলেন, গত ২৮ মে দুর্নীতি দমন কমিশনের একটি দল স্টেশন পরিদর্শনকালে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট কাটার ঘটনাকে কেন্দ্র করে আরএনবির এক সদস্যকে টিকিট কালোবাজারি বলে উপস্থাপন করা হয়েছে। মূলত এতে বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। দুদকের কর্মকর্তা নিজেই উনার এনআইডি সরবরাহ করে এবং নিজে উপস্থিত থেকে বুকিং সহকারীর মাধ্যমে টিকিট সংগ্রহ করেছে। আমার একজন সদস্য সহায়তা করেছে মাত্র, যা তার দায়িত্বের অংশ। তিনি আরও বলেন, ওইদিন দুদকের কর্মকর্তা নিজের এনআইডি ব্যবহার করে টিকিট করে ইস্যু করেছেন, যা রেকর্ডে সহজেই যাচাইযোগ্য। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, আমাদের রেলওয়ে পুলিশের প্রতি নির্দেশনা রয়েছে তারা যেন টিকিট কাউন্টারের দিকে না যান। বরং আমরা সর্বোচ্চ চেষ্টায় থাকি যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং টিকিট কালোবাজারি যেন না হয়।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
- এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে মাউশির নির্দেশনা
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ট্রানজিটে মার্কিন অনীহা, তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে সক্রিয় টিকিট কালোবাজারি
ইমরান এমি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বিলুপ্ত ও সচিব পদে সৎ-দক্ষ কর্মকর্তাদের পদায়নের দাবি
১ ঘণ্টা আগে | জাতীয়