রূপগঞ্জের সেই কলেজছাত্রী আইফোন কিনতে বাবা-মায়ের কাছ থেকে টাকা আদায়ের জন্য অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের নাটক সাজিয়েছিলেন। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রীর দুই সহপাঠীকে আটক করে পুলিশ।
ওসি জানান, বুধবার ওই কলেজছাত্রী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তে বেরিয়ে আসে মেয়েটি কিছুদিন ধরে একটি আইফোন কেনার চেষ্টা করছিলেন। এজন্য দুই সহপাঠীর যোগসাজশে অপহরণ নাটক সাজান। পরিকল্পনামতে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন। সহপাঠী দুজন অপহরণকারী সেজে তার মাকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে দলবেঁধে ধর্ষণের হুমকি দেন।