উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক, যারা অগ্রিম টাকা দিয়ে ওয়েবসাইটটির মাধ্যমে টিকিট কিনেছিলেন। এ ছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা এক্সপার্ট থেকে টিকিট কিনে বিক্রি করতেন, তারাও গতকাল থেকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। এদিকে ওয়েবসাইটে
হুমায়ুন ঢুকতে না পেরে গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মতিঝিলের সিটি সেন্টারের কার্যালয়ে ভিড় করেন শত শত ট্রাভেল এজেন্ট মালিক। ফ্লাইট এক্সপার্টে ১০০ কোটি টাকার ওপরে বিনিয়োগ করেছেন বলে একাধিক ট্রাভেল এজেন্সির মালিক অভিযোগ করেন। ইসলাম নামে এক ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বলেন, দুপুর থেকে ওয়েবসাইটে ঢুকতে পারছি না। সন্ধ্যায় এখানে এসে জানতে পারি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। কী করব নিজেরাই বুঝতে পারছি না। আমাদের যারা গ্রাহক তাদের সঙ্গে কীভাবে মোকাবিলা করব সেটাই ভাবছি। আমার প্রায় ২৮ লাখ টাকা জমা ছিল। এদিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রশিদ শাহ সায়েম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে তিনি অভিযোগ করেন। সায়েম জানান, তিনি নিজেকে হুমকি ও অপবাদ থেকে রক্ষা করতেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেশ ছাড়ছেন। হোয়াটসঅ্যাপে দেওয়া ওই বার্তায় সায়েম সহকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। সম্প্রতি একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। সাঈদ হোসেন ও সাকিব এ ঘটনার পেছনে ছিলেন। গত বৃহস্পতিবারের মিটিংয়ে তারা সমন্বিতভাবে সব দায় আমার ওপর চাপিয়ে দেন। আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগও দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আজ (শনিবার) সকালে তারা প্রায় ৩ কোটি টাকা তুলে নিজেদের কাছে রেখে দেন। এরপর থেকেই কোম্পানির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দায় চাপানো ও হুমকির পরিপ্রেক্ষিতে আমি শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ছুটিতে যেতে বাধ্য হয়েছি। এভাবে সরে যাওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
২০১৭ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিত তারা। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে।