কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একটি কুকুরের সঙ্গে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের ঢাকা অভিমুখী একটি ফ্লাইটের ধাক্কা লাগার ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা যায়। ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নিলে পাইলট ও গ্রাউন্ড ক্রু বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত হন এতে প্রযুক্তিগত কোনো সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে থাকা ৭২ যাত্রীর সবাই নিরাপদে ছিলেন। তিনি আরও বলেন, দিনে কুকুরের তেমন উপদ্রব না থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের চলাচল বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।