যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লার মুরাদনগরের রুমা আক্তার। হত্যার শিকার রুবি আক্তারের মেয়ে রুমা উপদেষ্টা আসিফের বাবা মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তার মাসহ এক পরিবারের তিন সদস্যকে হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ অন্যরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান রুমা আক্তার। এ সময় কথা বলেন তার সৎ বাবা খলিলুর রহমান জুয়েলও।
রুমা আক্তার বলেন, ‘আমাদের পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার মায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। আমার মা এর আগে ইউনিয়ন পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। কিন্তু শিমুল চেয়ারম্যানের জন্য নির্বাচিত হতে পারেননি। গ্রামের অসহায় মানুষ নানা কারণে আমার মায়ের কাছে আসতেন। এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হতো না। এ কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, ওই দিন সকাল ৬টায় ঘটনার শুরু হয়। ওপরের নির্দেশ না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি ও আমার ছোটবোন আড়াই ঘণ্টা পুলিশের সহযোগিতা চেয়েছি। ৯৯৯-এ ফোন দিয়েছি। কোনো সহযোগিতা পাইনি। থানা থেকে আমাদের বাড়িতে পুলিশ আসতে সময় লাগবে সর্বোচ্চ ১৫ মিনিট। কিন্তু ৬টার ঘটনায় পুলিশ আসে ৯টার পর।’ তিনি বলেন, ‘আজ প্রায় দুই মাস হয়ে যাচ্ছে, ঘটনার দ্বিতীয় দিন র্যাব কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন ইচ্ছা করলেই ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে ধরতে পারে।’ রুমা আরও বলেন, ‘আমার মা বিএনপি করতেন। যার জন্য ওই আমলে তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের উপদেষ্টার বাবা জড়িত। সাংবাদিকরা সত্য উন্মোচন না করলে আমি বিচার পাব না। কি অপরাধ ছিল যে, তাদের এত নির্মমভাবে মারা হলো!’