জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করেছে সরকার। লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একটি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধারে তথ্য দিলে দেড় লাখ টাকা, চায়নিজ রাইফেলের জন্য ১ লাখ টাকা, পিস্তল বা শটগানের জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করব। গত বছর জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। অতীতে বদলি ও নিয়োগে বাণিজ্যের অভিযোগ ছিল। আমরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিয়েছি। নিয়োগে দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারলে তাকেও পুরস্কৃত করা হবে। আগে দুর্নীতির অন্যতম ক্ষেত্র ছিল পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ ও বদলি বাণিজ্য। এখন পুলিশসহ বিভিন্ন বাহিনীতে অনেক নিয়োগ চলমান রয়েছে। এসব নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা এ সময় নিয়োগ প্রক্রিয়াসহ অন্যান্য ক্ষেত্রে কোনো দুর্নীতির খোঁজ পেলে সে সম্পর্কে রিপোর্ট করা ও মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তবে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি না করার অনুরোধ করেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তাকে শোকজ করা হবে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টারা কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন।
তবে ভুল খবর প্রকাশ না করার অনুরোধ করেন তিনি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।