সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বেলা আড়াইটায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে আদালতে তোলা হয়। শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গত রবিবার মধ্যরাতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন ২৯ আগস্ট শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলামের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান এই ‘মঞ্চ ৭১’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ রয়েছে। শাহবাগ থানার একই মামলায় তাকে গতকাল গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে সরকারি আমলাদের নিয়ে তৈরি সরকারবিরোধী প্ল্যাটফর্ম ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ওই বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে ওএসডি করা হয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। ২০১৫ সালে তিনি অবসরে যান।