জাতীয়করণ দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে গতকাল জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দাবি আদায়ে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা করলে তাঁদের দমানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা সমবেত হয়ে হাই কোর্ট মোড় পার হওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয়। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিরে আসেন।
তথ্যমতে কয়েক বছর ধরে বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা চাকরি সরকারি করার দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। আওয়ামী লীগের আমলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, এসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আর সরকারি করার সুযোগ নেই। তারপর দীর্ঘ সময় বন্ধ ছিল প্রাথমিক শিক্ষকদের এ আন্দোলন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফের দাবি আদায়ে মাঠে নামেন তাঁরা। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েক দফায় তাঁরা নানান কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১০টার আগ থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা সমবেত হতে থাকেন। তাঁদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণবঞ্চিত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।
সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, ‘জাতীয়করণ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সুপারিশ অনুযায়ী জাতীয়করণবঞ্চিত বেসরকারি বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।’ জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক মাহবুবা মালা।