চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-চন্দনাইশের সৈয়দাবাদ এলাকার ইদ্রিস (২৬) ও কক্সবাজারের ইউসুফ (৩০)।
ইদ্রিসের ভাই আবু তালহা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তার ভাই ছাড়াও আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে তাদের চিকিৎসা চলছিল। এরমধ্যে শনিবার রাতে দুজনের মৃত্যু হয়। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন।