রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১১ কেজি ওজনের একটি ঢাঁই মাছ ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে খুলনার এক প্রবাসী ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এর আগে সোমবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে তোলেন। আড়তে নিলাম অনুষ্ঠিত হয়। উন্মুক্ত নিলামে ৪ হাজার টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান।
ফেরিঘাটের শাকিল হোসেন মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, গত ১১ সেপ্টেম্বর পদ্মায় ২২ কেজি ওজনের একটি ঢাঁই মাছ ধরা পড়ে। সোমবার ভোরে পদ্মায় আবার ১১ কেজি ওজনের আরেকটি ঢাঁই মাছ ধরা পড়েছে। আমি উন্মুক্ত নিলামে মাছটি ক্রয় করি। প্রতি কেজি মাছে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেছি।
জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় বেশ ঢাঁই মাছ ধরা পড়ছে। এটা মৎস্য বিভাগের জন্য খুশির খবর। পদ্মার মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য জেলা প্রশাসনসহ জেলা মৎস্য অফিস কাজ করে যাচ্ছে।