লেখাপড়ায় মনোযোগ প্রত্যেকের এক রকম হয় না। কারও লেখাপড়ায় মনোযোগ বেশি আবার কারও কম। কারও আবার একদম পড়াশোনা করতে ভালো লাগে না। কেউ আবার খুবই চেষ্টা করেন লেখাপড়া করার৷ তবে চাইলেই আপনি, নিজের কিংবা অন্যের লেখাপড়ার প্রতি মনোযোগ কেমন সেটা জেনে নিতে পারেন। কারণ রাশিফলই বলে দিবে আপনার রাশিফল কেমন।
মিথুন, ধনু ও মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা পরীক্ষার আগের রাতে লেখাপড়া করতে পছন্দ করেন। সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সাজেশন বানিয়ে পড়ে ফেলতে এদে জুড়ি নেই। চটপট স্টেজে মাত দিতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত।
কর্কট, কন্যা ও মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা লেখাপড়ার ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান হন। প্রতিদিন নিয়ম করে লেখাপড়া করেন৷ শুধু তাই নয়, লেখাপড়া করতে তারা ভালবাসেন এবং পড়ার চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তুলা, মেষ ও বৃশ্চিক রাশি: লেখাপড়া নিয়ে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রাথমিক স্তরে আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু অল্প সময় পড়ার পরেই তারা ধৈর্য হারান৷ লেখাপড়া ছেড়ে তখন তারা অন্যান্য বিষয় নিয়ে ভাবতে শুরু করেন।
কুম্ভ, সিংহ ও বৃষ রাশি: লেখাপড়া থেকে যত দূরে থাকা যায়, এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে ততই যেন মঙ্গল। এবার বুঝতেই পারছেন লেখাপড়া নিয়ে এদের আগ্রহ কতটা?
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহ