২৪ জানুয়ারি, ২০২০ ০০:১৫

'কৃষি উপকরণের জন্য এখন আর কৃষককে রাস্তায় আন্দোলন করতে হয় না'

পিরোজপুর প্রতিনিধি

'কৃষি উপকরণের জন্য এখন আর কৃষককে রাস্তায় আন্দোলন করতে হয় না'

পিরোজপুর- ১ আসনের এমপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কৃষি উপকরণের জন্য এখন আর কৃষককে রাস্তায় মানববন্ধন করতে হয় না, আন্দোলন করতে হয় না। এই সরকার কৃষি বান্ধব, কৃষককে সহযোগিতা করতে সরকার সবসময় কৃষকের পাশে আছে।

বৃহস্পতিবার সন্ধায় পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর পিরোজপুর সদর এর আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, জিয়াউল আহসান গাজী। 

এ সময় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ক্ষুদ্রাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন মন্ত্রী। পিরোজপুর সদর উপজেলার মোট ৭৮০ জন কৃষককে সার ও বীজ এবং ৩০টি গ্রুপে ভাগ করে ৯০০জন কৃষকে ক্ষুদ্রাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর