ভিআইপিদের জন্য আলাদা কোন হাসপাতাল বা সুবিধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গণমাধ্যেমে প্রকাশ পেয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে তা সঠিক নয়। সরকার এরকম কোন ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আমি আহ্বান করছি কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বিবৃতি দিবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় ও সরকারের নীতি বহির্ভূত।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১২৭ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন চার হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।
বিডি প্রতিদিন/আরাফাত