তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা অতীতে দেখেছি তারা (বিএনপি) যখনই নির্বাচনে অংশগ্রহণ করে, তখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। আশা করি, তারা এবার সেই পথে হাঁটবেন না। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। এটিই আমাদের কামনা।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, আসন্ন উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করবো তারা গণ্ডগোল পাকানোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
তথ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ চায়নি, যারা এ রাষ্ট্র চায়নি, সেই আন্তর্জাতিক শক্তি এবং দেশীয় শক্তি যৌথভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। হত্যাকাণ্ডের প্রধান কৌঁসুলি ছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। খন্দকার মোশতাক প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে আর জিয়াউর রহমান প্রকাশ্যে না এসে কলকাঠি নেড়েছে।
লায়ন ইঞ্জিনিয়ার হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা ফুলু সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই