কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি এখন আধুনিক এবং বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলে কৃষিতে আজ বিরাট সফলতা এসেছে। কারণ তার কৃষি ও কৃষক পরিবারের অভিজ্ঞতা রয়েছে।
রবিবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার চিনিরকুটি এলাকায় ব্যক্তি উদ্যোগে দ্বিতীয় কাজুবাদাম প্রক্রিয়াকরণ কারখানা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে ‘জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-২’ এর উদ্বোধন করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, এক সময়ের পশ্চাৎপদ এলাকা হিসেবে পরিচিত নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রামের মানুষ না খেয়ে থাকতো। আশ্বিন-কার্তিক মাসে কাজের অভাব ছিল। সে কারণে মঙ্গা এলাকা হিসেবে পরিচিত পেয়েছিল।
এখন আর অভাব নেই এই অঞ্চেলের মানুষদের। পেটপুড়ে খেতে পারছে। কর্মসংস্থান হয়েছে। উন্নয়নের সুফল ঘরে ঘরে ভোগ করছে।
তিনি বলেন, কাজু বাদাম পাহাড়ি এলাকার জমিতে আবাদ হয়। সেখান থেকে বাদাম নিয়ে এসে প্রক্রিয়াকরণ করে বাজারজাত করা হচ্ছে এবং আমরা রফতানি করছি। পাহাড়ি এলাকা ও মৌলভীবাজার জেলা মিলে সাড়ে সাত লাখ হেক্টর জমি পতিত রয়েছে, সেগুলো ব্যবহার করে কাজু বাদাম উৎপাদনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ব্যক্তি উদ্যোগে নীলফামারীতে কাজুবাদাম প্রক্রিয়াকরণ কারখানা তৈরি হওয়ায় উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মুয়িদ, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, ডেইলি অবজারভারের প্রধান প্রতিবেদক মহসীনুল করিম লেবু, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ফয়জুল সিদ্দিকী বক্তব্য দেন।
‘জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুজ্জামান স্বাগত এবং ভার্চয়ালে যুক্ত থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান প্রামানিক।
বিডি প্রতিদিন/এমআই