তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই প্রয়োগ করা সম্ভব হবে দেশের নিজস্ব টিকা 'বঙ্গভ্যাক্স'।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে দেখা করে, দেশের নিজস্ব ভ্যাকসিন 'বঙ্গভ্যাক্স' এর আবিষ্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানা জানান, অন্য টিকার তুলনায় এটির পার্শ্বপ্রতিক্রিয়া কম। ডোজও একটি।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এরইমধ্যে দেশে এসেছে কোভিশিল্ডের মোট ৭০ লাখ ডোজ। আগামী ৫ মাসে আসবে, আরও আড়াই কোটি। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স জানিয়েছে, জুন নাগাদ সেরামে উৎপাদিত কোভিশিল্ডের আরও ১ কোটি ২৭ লাখ টিকা পাঠাবে তারা।
বিডি প্রতিদিন/ফারজানা