২৮ অক্টোবর, ২০২১ ১৮:০৯

'নতুন প্রজন্মকে সময়ের সাথে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে'

অনলাইন ডেস্ক

'নতুন প্রজন্মকে সময়ের সাথে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে'

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসা-বাণিজ্য প্রসারে দেশের নতুন প্রজন্মকে সময়ের সাথে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে। 

সর্বক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সকলকে প্রস্তুত হতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন। সে সময় বিষয়টি অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। কিস্তু ডিজিটাল বাংলাদেশ এখন কল্পনা নয়, বাস্তব। কারণ, প্রযুক্তির ছোঁয়া সবক্ষেত্রেই লেগেছে। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষেক্ষ ‘চতুর্থ শিল্প বিপ্লব : বাণিজ্য প্রসারের হাতিয়ার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

টিপু মুনশি বলেন, ‘দেশের প্রধান রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক। প্রযুক্তির সুবাদে এ খাতে উৎপাদন খরচ এবং প্রশাসনিক খরচ কমেছে, একই সাথে বেড়েছে উৎপাদন। এখন বিশ্বব্যাপী তৈরি পোশাক সেক্টরে ম্যান মেড ফাইবার প্রায় ৭০ ভাগ ব্যবহার করা হচ্ছে। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে।’

তিনি জানান, এখন বাংলাদেশ মাত্র ২৫ ভাগ ম্যান মেড ফাইবার ব্যবহার করছে। ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (মহাপরিচালক) ডব্লিউটিও সেল হাফিজুর রহমান। এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনীর হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন সলিউশন আর্কিটেক্ট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস’র লীডার মোহাম্মদ মাহ্দী-উজ-জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রাব্বানী, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং আইসিটি ইন্ডাষ্ট্রি স্কিলস কাউন্সিলের সভাপতি শাবকাত হায়দার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর