মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ’৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।’
শুক্রবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় এ সরকারের আমালে দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথা এবং সম্ভাবনার কথা তুলে ধরার অনুরোধ করেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদের সঙ্গে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পিরোজপুর প্রেসক্লাব আয়োজিত আহ্বায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ