১৪ জানুয়ারি, ২০২৩ ২১:৫৯

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

ফরহাদ হোসেন (ফাইল ছবি)

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি শীতে অসহায় ও খেটে খাওয়া মানুষের কষ্টের সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। 

ফরহাদ হোসেন বলেন, শীতের তীব্রতার কারণে জনজীবন বিপর্যস্ত  হয়ে পড়েছে। এলাকার নিম্নবিত্তরা অনেক কষ্টের মধ্যে শীত নিবারণ করছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের তাপমাত্রা খুবই কম। তাই আমাদের সবার উচিত এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম শিলার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুত শোভা মন্ডল, সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা সভাপতি লতিফুন্নেছা লতা, সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন, শহর সভাপতি রোকসানা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ নারীদের হাতে কম্বল তুলে দেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর