স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে বাংলাদেশের। তাই এখন লক্ষ্য অনুকূল এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
মঙ্গলবার কলকাতায় হোটেল হায়াৎ রিজেন্সিতে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে নুরুল মজিদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ প্রায় শতাধিক স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি হয়েছে তাই নয়, দেশে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের পর উন্নয়নশীল দেশের কাতারে আসবে বাংলাদেশ।
উল্লেখ্য, তিন দিনব্যাপী (১৩ থেকে ১৫ জুন) বিমসটেক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, ভুটানের মন্ত্রী ও শীর্ষ সরকারি কমকর্তারা উপস্থিত আছেন।
বিডি প্রতিদিন/হিমেল