১৯ আগস্ট, ২০২৩ ২০:০৭

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।

শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানান মন্ত্রী।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন খাঁন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর