স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার স্যাংশন বা ভিসানীতি এগুলো থাকবেই। এগুলো আগেও ছিল, এখনো আছে এগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তাই নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিতো না।
এ সময় মন্ত্রী জানান, পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে। মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করেন। পরে মন্ত্রী আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/শফিক