নির্বাচন কমিশনের মাছ প্রতীকের নিবন্ধিত দল গণফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার মো. আকমল হোসেন।
মো. আকমল হোসেন গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের মৃত্যু হওয়ায় বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় আকমল হোসেন বতর্মান ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি সুন্দর দেশ গঠনে, ন্যায় প্রতিষ্ঠায় বতর্মান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্বক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড. মুহাম্মদ ইউনুছসহ সবাইকে অভিনন্দন জানানো হয়। এ সময় দলের মহাসচিব আহমেদ আলী শেখমহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ